শেষের পাতা

সীমানা পুনঃনির্ধারণ তৃণমূলের মতামত নিচ্ছে বিএনপি

কাফি কামাল

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমানা পুনঃনির্ধারণে নির্বাচন কমিশনের উদ্যোগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বিএনপি। ১৬ জেলার ৩৮টি আসনের সীমানা পুনঃনির্ধারণে ১৪ই মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০শে এপ্রিলের মধ্যে ওইসব এলাকার বাসিন্দাদের কাছে লিখিত দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত চেয়েছে কমিশন। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ১৬ই মার্চ এ ব্যাপারে বৈঠক করেছে বিএনপির নীতিনির্ধারক  ফোরাম। তারই প্রেক্ষিতে সারা দেশের জেলা ও মহানগর নেতাদের কাছে তৃণমূল নেতাদের মতামত চেয়ে ১৭ই মার্চ একটি চিঠিও পাঠিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংগৃহীত মতামতগুলো পর্যালোচনা করে কমিশনে জমা দেবে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানান, সারা দেশে জেলা ও মহানগর কমিটির কাছে এ ব্যাপারে জরুরিভিত্তিতে মতামত চাওয়া হয়েছে। ৩০০ আসনের মধ্যে যেসব আসনে নেতাদের দাবি, আপত্তি বা মতামত আসবে তা পর্যালোচনা করে সমন্বিতভাবে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দেয়া হবে। এদিকে দীর্ঘদিন ধরে সহায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে বিএনপি। এই দাবিতে বিএনপিসহ ২০ দলীয় জোট সরকারের শরিকরা বর্জন করেছিল ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচন। সে দাবি থেকে সরে না এলেও আগামীতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে মাঠ ছেড়ে না দেয়ার ঘোষণা দিয়ে রেখেছে দলটি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে কারাগারে। বিএনপি চেয়ারপারসনকে কারাগারে রেখেই সরকার নির্বাচন আয়োজনের চক্রান্ত করছে বলে অভিযোগ করছেন দলটির নেতারা। তারপরও নির্বাচনের প্রস্তুতি হিসেবে আসনের সীমানা পুনঃনির্ধারণের ব্যাপারেও নিজেদের সুনির্দিষ্ট মতামত নির্বাচন কমিশনে জমা দেয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। সূত্র জানায়, খালেদা জিয়ার কারামুক্তিতে আইনি লড়াই, মুক্তির দাবিতে কর্মসূচি প্রণয়ন ও নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণসহ কয়েকটি ইস্যুতে ১৬ই মার্চ জরুরি বৈঠক করেছে দলের নীতিনির্ধারক ফোরাম। তারই প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, চিঠিতে নির্বাচন কমিশনের উদ্যোগের বিষয়টি উল্লেখ করে আগামী ২২শে মার্চের মধ্যে জরুরিভিত্তিতে তাদের মতামত আহ্বান করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত নির্বাচনী এলাকাসমূহের পুনঃনির্ধারিত প্রাথমিক তালিকায় আপনার জেলার সংশ্লিষ্ট আসন ও আসনসমূহের ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত কিংবা দাবি, আপত্তি, সুপারিশ এবং মতামত থাকলে তার সুস্পষ্ট কারণ ও যুক্তিসমূহ উল্লেখ করে আপনাদের সংশোধিত নতুন প্রস্তাব লিখিত আকারে আগামী ২২শে মার্চের মধ্যে বিএনপি মহাসচিব বরাবর বিশেষ বাহক মারফত পৌঁছানো নিশ্চিত করার অনুরোধ রইল। চিঠিতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাগিদসহ বলা হয়েছে, আগামী ২২শে মার্চের পর এ সংক্রান্ত কোনো দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত গ্রহণ করা হবে না। কয়েকজন নেতা জানান, ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির পরাজয়ের নেপথ্যে একটি অন্যতম কারণ ছিল নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণ। সেবার সারা দেশে প্রায় শতাধিক নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। বিশেষ করে ভোটের মাঠে বিএনপির শক্তিশালী প্রার্থীদের আসনগুলোকে টার্গেট করেই পুনঃনির্ধারণের সে উদ্যোগ নেয়া হয়েছিল। ফলে বেকায়দায় পড়েছিলেন বিএনপির প্রার্থীরা। আগামী নির্বাচনেও সে কৌশলকে কাজে লাগাতে পারে সরকার। তাই সরকার ও নির্বাচন কমিশনের প্রতিটি উদ্যোগকে গুরুত্বের সঙ্গে নিয়ে পর্যালোচনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বিএনপি। উল্লেখ্য, নির্বাচন কমিশন যেসব সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের উদ্যোগ নিয়েছে সেগুলো হলো- নীলফামারী ৩, ৪; রংপুর ১, ৩, ৪; কুড়িগ্রাম ৩, ৪; পাবনা ১, ২; মাগুরা ১, ২; খুলনা ৩, ৪; সাতক্ষীরা ৩, ৪; জামালপুর ৪, ৫; ঢাকা ২, ৩, ৭, ১৪, ১৯; নারায়ণগঞ্জ ৪, ৫; শরীয়তপুর ২, ৩; মৌলভীবাজার ২, ৪; ব্রাহ্মণবাড়িয়া ৫, ৬; কুমিল্লা ১, ২, ৬, ১০; নোয়াখালী ৪, ৫ এবং চট্টগ্রাম ৭, ৮ আসন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status