খেলা

পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ, ভিভ রিচার্ডস

স্পোর্টস ডেস্ক

২১ মার্চ ২০১৮, বুধবার, ২:৫৬ পূর্বাহ্ন

বিশ্বের সর্বকালের অন্যতম মারকুটে ও ভয়ংকর ব্যাটসম্যানদের মধ্যে একজন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস। যে ব্যাটসম্যান ক্রিকেট মাঠে বোলারদের আগুনের গোলা সামলেছেন দক্ষ হাতে। তার মাঠের বাইরের জীবনে কিছুতে আতঙ্কগ্রস্থ হলে কি চলে? তাইতো পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মেন্টর স্যার ভিভ স্ত্রীকে নিয়ে যান লাহোরে। আর এসেই সনদ দিয়েছেন, পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ। ২০০৯’র পর লাহোরে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর ক্রিকেটারদের জন্য পাকিস্তান একটি আতঙ্কের নাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনেকদিন থেকেই চেষ্টা করছে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর। লাহোর ঘটনার পর ২০১৫তে জিম্বাবুয়ে একটি ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তানে। গতবছর বিশ্ব একাদশ তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলেছিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। একই বছর শ্রীলঙ্কাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে। ক্রিকেট ফেরানোর পরিকল্পনার অংশ হিসেবেই চলতি পিএসএলের একটি কোয়ালিফায়ার, দুইটি এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছে পাকিস্তানে। নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটিতে আসতে রাজী হননি শেন ওয়াটসন, এউইন মরগান ও কেভিন পিটারসেনের মত খেলোয়াড়রা। কিন্তু ঠিকই এসেছেন ভিভ রিচার্ডস, আর সঙ্গে এনেছেন স্ত্রীকেও। পাকিস্তানে এসেই সাংবাদিকদের তিনি বলেন, পাকিস্তানে ক্রিকেট খেলতে এসে নিরাপত্তা নিয়ে কোন দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। লাহোরে আবার আসতে পেরে দারুণ লাগছে। থাকার জন্য এটা দুর্দান্ত জায়গা এবং সবাইকে দেখে খুব ভাল লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি মিশেলকে (স্ত্রী) সঙ্গে এনেছি। এটাই বুঝিয়ে দেয় পাকিস্তান নিরাপদ জায়গা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status