অনলাইন

খালেদার মুক্তির দাবিতে মহানগর বিএনপির বিক্ষোভ, গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

২১ মার্চ ২০১৮, বুধবার, ৮:৫৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রাজধানীর রূপনগরে মিছিল থেকে স্বেচ্ছাসেবক দল নেতা মো. হারুন ও মিরপুরে মিছিল থেকে থানা বিএনপি নেতা ওয়াজউদ্দিন, নোয়াখালীতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাখা চন্দ্র দাস ও জেলা শ্রমিক দল সভাপতি হেলাল উদ্দিন এবং নারায়ণগঞ্জে মহানগর যুবদলের আহবায়ক ও নাসিক কমিশনার মাকসুদুল আলম খন্দকার মাসুদ গ্রেপ্তার করেছে পুলিশ। কামরাঙ্গীর চরে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় কয়েকজন নেতাকর্মীরা আহত হন। পুলিশের বাধার কারণে কামরাঙ্গীর চর, বাড্ডা, পল্লবী, বনানী, মিরপুর, ভাটারা, শাহআলী, রামপুরা, ভাষানটেক, ক্যান্টনমেন্ট, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, শেরেবাংলা নগর থানা বিএনপির বিক্ষোভ মিছিলগুলো প- হয়েছে। রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ও ডিএসসিসি ভবনের সামনে শাহবাগ, ছোটকাটরা ও পুরান জেলখানা মোড়ে চকবাজার, সাদেক হোসেন কমিনিউটি সেন্টারের সামনে মতিঝিল, সিপাহীবাগ বাজারে খিলগাঁও, মগবাজার ওয়ালেস রেল গেটে রমনা, পান্থপথ ফার্নিচার মার্কেটের সামনে কলাবাগান, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে যাত্রাবাড়ী, রসুলপুর রনি মার্কেটের সামনে কামরাঙ্গীরচর, গেন্ডারিয়া রেল স্টেশনের সামনে শ্যামপুর, জুরাইন রেলগেটে কদমতলী, টিকাটুলীতে ওয়ারী, আরমানীটোলা ও আনন্দ ডেইরী ফার্ম এলাকায় বংশাল, বাবুবাজারে কোতোয়ালী, ধূপখোলা মাঠের সামনে গেন্ডারিয়া, ভিক্টোরিয়া পার্ক এলাকায় সূত্রাপুর থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া আজমপুর রোডে দক্ষিণখান, মোহাম্মদপুর বাসস্টান্ড ও রিংরোডে মোহাম্মদপুর, রোকেয়া স্মরণীতে কাফরুল, প্রশিকা বিল্ডিংয়ের সামনে মিরপুর, তেজগাঁও, রূপনগর, বিমানবন্দর, আদাবর, খিলক্ষেত, দারুস সালাম, উত্তরখান থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এদিকে বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রের ওপর অবৈধ সরকারের পুলিশ অবাঞ্ছিত অনুপ্রবেশ করছে। শুধু রাজধানীতেই নয় প্রত্যন্ত অঞ্চলেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমাবেশের ওপর পুলিশ বেপরোয়া হানা দিচ্ছে। শেখ হাসিনা একদেশ একদল ও একনেতার নীতিতে বিশ^াসী। তাই দেশ থেকে চিরতরে বিদায় করে করে দেয়া হয়েছে বহুত্ত্ববাদ। কোথাও যেন প্রতিবাদের আওয়াজ না ওঠে সে কারণে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে কোন কর্মসূচির উপরও পুলিশ সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে। নেতাকর্মীদেরকে হত্যা ও অদৃশ্য করাসহ গুরুতর জখম ও নির্বিচারে গ্রেপ্তার করছে। নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাখা চন্দ্র দাস ও জেলা শ্রমিক দল সভাপতি হেলাল উদ্দিনকে গ্রেপ্তার পুলিশ। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও কমিশনার মাকসুদুল আলম খন্দকার মাসুদ গ্রেপ্তার করেছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status