অনলাইন

কে এম ওবায়দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার

২১ মার্চ ২০১৮, বুধবার, ৮:৫২ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধকালীন সময়ে আওয়ামী-লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৪০ সালের ৫ই মে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন কে এম ওবায়দুর রহমান। তাঁর পিতার নাম মরহুম খন্দকার আতিকুর রহমান ও মাতা রাবেয়া বেগম। ছাত্রজীবনে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি নির্বাচিত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় একবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬২-৬৩ সালে ঢাকসু’র জি এস নির্বাচিত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন এবং ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত ও ১৯৭৩ সালে তৎকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৫ এর পট পরিবর্তনের পর ১৯৭৮ সালে জাতীয়তাবাদী ফ্রন্টে যোগ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। জিয়া সরকারের মৎস ও পশু পালন মন্ত্রণালয়সহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। জীবনে তিনি পাঁচবার এমপি নির্বাচিত হন। ১৯৮৬ সালের মাঝামাঝি সময়ে বিএনপির মহাসচিব নিযুক্ত হন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় সর্বস্তরের জনগণ আজ মরহুমের মাজার জিয়ারত করবেন। সারাদিন কুরআন তেলাওয়াত এবং বিকাল ৩টায় নগরকান্দা ডেইরী ফার্মের মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। কে এম ওবায়দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম কে এম ওবায়দুর রহমান মনেপ্রাণে গণতন্ত্রী ছিলেন। গণতন্ত্রে বহুমত সহিষ্ণুতার ঐতিহ্যকে মান্য করতেন। তাঁর অনুসৃত পথ বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status