খেলা

বিদায় বললেন হ্যালসল

স্পোর্টস রিপোর্টার

২১ মার্চ ২০১৮, বুধবার, ৮:৪৩ পূর্বাহ্ন

বাধ্যতামূলক ছুটিতে যাওয়া সহকারী কোচ রিচার্ড হ্যালসল অবশেষে পদত্যাগ করলেন। প্রধান কোচ হাথুরুসিংহের বিদায়ের পর থেকে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও হ্যালসলের বিদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জন উড়িয়ে ঘরের মাঠে দু’জনই দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ও দ্বি-পাক্ষিক সিরিজে। কিন্তু হঠাৎ করেই শ্রীলঙ্কা আয়োজিত নিদাহাস ট্রফির আগে হ্যালসলের সঙ্গে বিবাদের গুঞ্জনটা প্রকাশ্যে আসে। কোর্টনি ওয়ালশকে অন্তবর্তিকালীন প্রধান কোচের দায়িত্ব দিয়ে হ্যালসলকে ছুটি দেয়া হয়। এরপরই নিজ দেশে চলে যান তিনি। এমনকি তার সেই ছুটি স্বেচ্ছায় নাকি বাধ্যতামূলক তা নিয়ে ছিল গুঞ্জন। অবশেষে তা সত্যি হল। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী দৈনিক মানবজমিনকে বলেন, ‘হ্যা, হ্যালসল পদত্যাগ করেছেন এটি সত্যি। আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাবাইকে জানিয়ে দেব।’
এরপরই সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী জানান, ‘রিচার্ড গত চার বছর ধরে বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় দলের অনেক সাফল্যের সঙ্গী ছিলেন। তিনি আমারদেরকে অফিসিয়ালি পদত্যাগ করার বিষয়টি জানিয়েছেন। আমরা তার সিদ্ধান্তের সম্মান করি। সে কারণেই তার পদত্যাগ পত্র গ্রহন করেছি।’
২০১৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ফিল্ডিং উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন হ্যালসল। সেই সফর শেষে তাকে ফিল্ডিং কোচের দায়িত্ব দেয় বিসিবি। ২০১৬ সালের সেপ্টেম্বরে পদোন্নতি পান হ্যালসল। তাকে পরে প্রধান কোচ চন্দিকা হাথুরু সিংহের সহকারী হিসেবে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছিল। গতকাল অনুষ্ঠানিকভাবে তিনি সম্পর্ক ছিন্ন করেন বাংলাদেশের সঙ্গে।
হ্যালসল নিজেও বিসিবিকে দেয়া এক বিবৃততে তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাটানো সময় তিনি কখনও ভুলবেন না। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাটানো সময় কখনো ভুলবো না। সেই সঙ্গে বাংলাদেশ দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status