দেশ বিদেশ

রাজউকের ৪৫ দিনের সেবা মিলবে ২০ দিনে

স্টাফ রিপোর্টার

২১ মার্চ ২০১৮, বুধবার, ৮:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ এলডিসি (লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সাফল্য উদযাপন উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল থেকে শুরু হওয়া এ বিশেষ সেবা সপ্তাহ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সপ্তাহজুড়ে রাজউকের সব ধরনের সেবা স্বল্প সময়ের মধ্যে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে কেউ যদি এ সপ্তাহের মধ্যে ভবনের নকশা অনুমোদনের আবেদন করেন তাহলে নির্ধারিত ৪৫ দিনের পরিবর্তে ২০ দিনের মধ্যেই নকশার অনুমোদন পাবেন। এ ছাড়া রাজউক থেকে প্রদানকৃত সেবাসমূহ প্লট-ফ্ল্যাটের নামজারি, আম-মোক্তার, লিজ দলিল, হস্তান্তর ইত্যাদি সেবাসমূহ নির্ধারিত সময়ের আগেই নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। রাজউকের এস্টেট বিভাগ সূত্রে জানা গেছে, সেবা সপ্তাহে দাখিল করা কাগজপত্র সঠিক থাকলে নামজারি তিন দিন, ভূমি ব্যবহার ছাড়পত্র দুই দিন, সংশোধিত নকশার ছাড়পত্র দুই দিন, কিস্তি পরিশোধের সময় বাড়ানোর আবেদন দুই দিন এবং প্লট/জমি যে অবস্থায় দখল দুই দিনের মধ্যে দেয়া হবে। এমনটাই সেবা সপ্তাহের জন্য তৈরি করা কাগজপত্রে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ সেবা সপ্তাহ নিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছে রাজউক। এজন্য ২২শে মার্চ বিকাল ৩টায় এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ-সংক্রান্ত শোভা যাত্রায় রাজউকের সব কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ, ২৩শে মার্চ প্রধান কার্যালয়ে বিগত সাড়ে আট বছরে রাজউকের সাফল্য নিয়ে সেমিনার, ২৫শে মার্চ বিকাল ৩টায় গণপূর্ত অধিদপ্তরের অডিটরিয়ামে অংশীজনদের (স্টেক হোল্ডার) উপস্থিতিতে সেমিনারসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, দেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে, এটা একটি আনন্দের বিষয়।
এ সাফল্য ও আনন্দ উপলক্ষে রাজউকে বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে রাজউকের সদস্য ( এস্টেট ও ভূমি) মো. আমজাদ হোসেন খান বলেন, বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে এস্টেট শাখার বিভিন্ন বিষয় নিষ্পন্নের সময়সীমা কমিয়ে দেয়া হয়েছে। আশা করছি এর মাধ্যমে সেবা গ্রহীতা সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।




   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status