অনলাইন

প্রতিরক্ষা নীতিমালার খসড়া অনুমোদনে টিআইবি’র অভিনন্দন

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৮:০৪ পূর্বাহ্ন

জাতীয় প্রতিরক্ষা নীতিমালার খসড়া প্রণয়ন ও মন্ত্রীপরিষদ কর্তৃক এর নীতিগত অনুমোদনকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য অতীব প্রয়োজনীয় এ নীতিমালা সঠিকভাবে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় প্রণীত করার সুয়োগ সৃষ্টি করা হবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আশা প্রকাশ করেন। নীতিমালাটি চূড়ান্তকরণের পূর্বে খসড়ায় অন্তর্ভুক্ত বিস্তৃত বিষয়াবলী সম্পর্কে জনগণের অভিগম্যতা ও মতামত প্রদানের সুযোগ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহবান জানান টিআইবির নির্বাহী। গত সোমবার জাতীয় সচিবালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে জাতীয় প্রতিরক্ষা নীতিমালার খসড়ার অনুমোদন দেয়া হয়। ড. ইফতেখারুজ্জামান বলেন, খসড়া নীতিমালাটি চূড়ান্তকরণের পূর্বে এতে এর সরাসরি অংশীজন হিসেবে জনগণের অভিগম্যতা এবং মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করলে তা অধিকতর জনবান্ধব হবে। জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়নে এ অগ্রগতিকে স্বাগত জানিয়ে একে প্রাথমিক পদক্ষেপ বিবেচনা করে ড. জামান আশা প্রকাশ করেন, প্রতিরক্ষা নীতিমালার অন্যতম মূলমন্ত্র হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণ। প্রতিরক্ষা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সরকার প্রতিরক্ষা বাজেট ও তার ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করার প্রচলন করা হলে প্রতিরক্ষা ব্যয়ের ব্যাপারে জনসমর্থন বৃদ্ধি পাবে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা নীতিমালার অভীষ্ঠ, লক্ষ্য, উদ্দেশ্য ও এর মৌলিক নীতিগত উপাদান, প্রতিরক্ষা বাহিনীর বিকাশ এবং আধুনিকায়নসহ স্বাভাবিক অবস্থায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে এবং সংকটকালীন সময়ে এর ভূমিকার নির্ধারক সম্পর্কে স্বচ্ছতার সাথে জনগণকে অবহিত করার সুস্পষ্ট ব্যবস্থা এই নীতিমালায় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন বলে মনে করে টিআইবি। এ লক্ষ্যে খসড়া নীতিমালাটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে তার ওপর মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট টিআইবি আহবান জানাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status