বিনোদন

সেলিম- নাদিয়া-মৌসুমীর ‘উল্টোপথে উল্টোরথে’

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৫:৫২ পূর্বাহ্ন

ফজলুর রহমানের নির্দেশনায় ‘উল্টোপথে উল্টোরথে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ শুরু করেছেন শহীদুজ্জামান সেলিম, নাদিয়া আহমেদ ও মৌসুমী হামিদ। গত সপ্তাহ থেকে তারা এই ধারাবাহিকের শুটিং শুরু করেন। নাটকটিতে সেলিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী হামিদ এবং তার বোনের চরিত্রে নাদিয়া আহমেদ। নাটকটি রচনা করেছেন মানস পাল। এতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, এই নাটকে আমার সহশিল্পী হিসেবে কাজ করছেন নাদিয়া ও মৌসুমী হামিদ। দু’জনই বেশ ভালো অভিনেত্রী এবং যার যার চরিত্রে বেশ ভালো অভিনয় করছেন। সেলিমের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে নাদিয়া বলেন, সেলিম ভাই একাধারে একজন গুণী অভিনেতা এবং নাট্যনির্দেশকও। তার সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করার অনেক সুযোগ পেয়েছি। আবার তার নির্দেশনাতেও কাজ করার সুযোগ পেয়েছি। আমার কাছে সবসময়ই মনে হয় তিনি অভিনয়ের শিক্ষক। শুটিং-এ ক্যামেরার ফ্রেমে দাঁড়ানোর আগে রিহার্সেল করানো তার অভ্যাস। এটা সবার ক্ষেত্রে হয় না। তিনি নিজে যেমন অভিনয়কে ভালোবাসেন, অন্যকেও ভালোবাসতে উৎসাহ দেন। মৌসুমী হামিদ বলেন, সেলিম ভাই এমনই একজন সহশিল্পী যার কাছে অভিনয়ের অনেক কিছু শেখার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি সবসময়ই তার সঙ্গে কাজ করা ভীষণ উপভোগ করি। এদিকে শহীদুজ্জামান সেলিম গত ১২ই মার্চ থেকে নাজমুল হুদা ইমনের নির্দেশনায় ‘পার্টনারশিপ’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন রোজী সেলিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিমের মুক্তির অপেক্ষায় আছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’ চলচ্চিত্রটি। নাদিয়া আহমেদ বর্তমানে আল হাজেনের ‘ভবঘুরে’, শামীম জামানের ‘সবজান্তা শমসের’, মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’, এ জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, ইমরান হাওলাদারের ‘শালিস মানে তালগাছ আমার’, তুষার খানের ‘বহে সমান্তরাল’, আকাশের ‘ক্যাটহাউজ’ ধারাবাহিকে অভিনয় করছেন নিয়মিত। মৌসুমী হমিদ অভিনীত নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে সুমন আনোয়ারের ‘ইডিয়েট’, ‘সুখী মীরগঞ্জ’ এবং এ জাবির রাসেলের ‘বিড়ম্বনা’। উল্লেখ্য, ‘উল্টোপথে উল্টোরথে’ শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status