বিনোদন

ফিজআপ চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৬

চ্যাম্পিয়নদের চেক প্রদান

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৫:২৬ পূর্বাহ্ন

‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭ সিজন-৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’ এ প্রথমবারের মতো যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল সুনামগঞ্জের ঐশী এবং ঢাকার সুমনা। এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে তৃষা এবং ২য় রানারআপ নান্নু। মঙ্গলবার চ্যানেল আই ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কারের চেক তুলে দেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ সময় গ্র্যান্ড ফিনালে অংশ নেয়া অন্য ৭ জন প্রতিযোগীও উপস্থিত ছিল। প্রবাসী ফাতেমা কুয়েতে অবস্থান করাতে উপস্থিত থাকতে পারেনি। এবারের সেরাকণ্ঠ গ্রুপ চ্যাম্পিয়ন পেয়েছে ৫ লাখ টাকা, ১ম রানার আপ ৩ লাখ টাকা ও ২য় রানার আপ পেয়েছে ২ লাখ টাকা। অন্যান্য পুরস্কার ছাড়াও ইমপ্রেস অডিও ভিশন থেকে অ্যালবাম প্রকাশ, আনন্দ আলোতে প্রচ্ছদ ও সাপ্তাহিকে তাদের কাজ নিয়ে লেখা প্রকাশ করা হচ্ছে। এবারের প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন কুমার বিশ্বজিৎ, মিতালী মুখার্র্জি, সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা। উল্লে¬খ্য, গত ২১শে জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাওফ্রেয়া নদীর পাড়ের একটি পাঁচ তারকা হোটেল চাত্রিয়ামে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রায় ৩৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ছয় মাসের লড়াই শেষে গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়েছিল ১২ জন। তারা হল আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক মৃধা, তৃষা, আনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও আপেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন আরজে ও মডেল মারিয়া নূর। সেরাকণ্ঠ পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। ধারণকৃত অনুষ্ঠানটি চ্যানেল আই এর অগনিত দর্শকের জন্য টিভির পর্দায় শিঘ্রই দেখানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status