বিশ্বজমিন

চীনকে বিচ্ছিন্ন করার যে কোন প্রচেষ্টা রুখে দেয়া হবে- শি জিনপিং

অনলাইন ডেস্ক

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৪:৪৩ পূর্বাহ্ন

 চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনকে বিচ্ছিন্ন করার যে কোন প্রচেষ্টা রুখে দেয়া হবে। এ খবর দিয়েছে বৃটেনের দ্য টেলিগ্রাফ। মঙ্গলবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনে শি বলেন, পৃথিবীতে নিজের অবস্থান পুনুরুদ্ধার করতে যে কোন ধরণের সংঘাত মোকাবেলা করতে প্রস্তুত আছে চীন। এনপিসির এবারের অধিবেশনেই ‘কোনো ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে চীনের রাষ্ট্রপতি থাকতে পারবে’- বিধানটি তুলে দেওয়ায় শি-র আজীবন ক্ষমতায় থাকার পথ খুলে গেছে। অধিবেশন শুরুর দিনই প্রায় তিন হাজারের মতো প্রতিনিধির সম্মতিতে সংবিধানের এ ধারাটি বিলুপ্ত হয়। বক্তৃতায় শি তাইওয়ানের চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টার ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, চীনকে বিচ্ছিন্ন করার সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়া হবে। ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করা হবে। এছাড়াও ভাষণে শি চীনকে নিয়ে তার মহাপরিকল্পনার কথা জানান। চীনের হারানো গৌরব ফিরিয়ে এনে দেশটিকে বিশ্ব নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করার জন্যে বিশ্বব্যাপী যে বিশেষ প্রকল্পগুলো হাতে নিচ্ছে চীন, তাতে অন্য কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে না বলেও উল্লেখ করেন তিনি। আরও বলেন, চীনের এসব উদ্যোগে হুমকির উপাদান তারাই খুঁজে পাবেন, যারা নিজেরা অন্যের ক্ষতি সাধনে নিয়োজিত। বক্তব্যে চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টারত গোষ্ঠীকে সাবধান করে শি বলেন, 'আমাদের মহান দেশ চীনের ভূখ- থেকে এক ইঞ্চি ভূমিও বিচ্ছিন্ন হতে দেওয়া হবে না। এটি শুধু আমার কথা নয়, চীনের জনগণও একই ধারণা পোষণ করেন। শি আরও বলেন, আমরা 'এক চীন' নীতিতে বিশ্বাসী। প্রসঙ্গত, 'এক চীন' নীতির আওতায় চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের প্রদেশ বলে বিবেচনা করে। তারা মনে করে এটি চীনের সঙ্গে সংযুক্ত হওয়া কেবল সময়ের ব্যাপার। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নতুন এক আইনে তাইওয়ানে আরও বেশি কর্মকর্তার সফর বিনিময়ের সুযোগ সৃষ্টির কয়েকদিনের মাথায় শি-র এ হুঁশিয়ারি এল। কূটনৈতিক সম্পর্ক জোরদার করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই; আন্তর্জাতিক মহল তাইওয়ানকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে, এমন যে কোনো ধরনের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়াও জানিয়ে থাকে চীন। বক্তব্যের সমাপ্তিতে শি বলেন, চীন ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে আছে, কেবল সমাজতন্ত্রই একে রক্ষা করতে পারবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status