বিশ্বজমিন

ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়কে হত্যা করেছে আইএস

মানবজমিন ডেস্ক

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১২:৪৪ অপরাহ্ন

ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়কে হত্যা করেছে আইএস। আজ মঙ্গলবার রাজ্যসভাকে এ তথ্য অবহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় তিনি আরো বলেছেন, এর আগে শোনা গিয়েছিল আইএসের কবল থেকে পালিয়েছিলেন হরজিৎ মসীহ। হরজিৎই বলেছিলেন, অপহরণের পর বাকি ভারতীয়দের হত্যা করা হয়েছিল। তারপর একজন বাংলাদেশী জিম্মির সঙ্গে তিনি পালিয়েছিলেন।এ সময় তার পায়ে গুলি করা হয়। তখন তারা মনে করেছিল, হরজিৎ মারা গেছেন। কিন্তু সেই খবরটি মিথ্যা। নিহত ওইসব ভারতীয়ের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে ইরাকে যাবেন জেনারেল ভিকে সিং। মৃতদেহ নিয়ে বিমানটি প্রথমে আসবে অমৃতসরে। তারপর পাটনা। সবশেষে কলকাতা। সুষমা স্বরাজ রাজ্যসভাকে বলেছেন, সোমবার আমাদেরকে জানানো হয়েছে, নিহত ৩৮ জনের ডিএনএ নমুনা মিলে গেছে। ৩৯তম ব্যক্তির কোনো আত্মীয়-স্বজন না থাকায় তার ডিএনএ যাচাই করা যাচ্ছে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status