বিশ্বজমিন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে ভারত, আছে বাংলাদেশও

মানবজমিন ডেস্ক

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১১:২১ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে ভারত। এরপরে রয়েছে পাকিস্তান, ফিলিপাইন ও বাংলাদেশ। এইচএসবিসি প্রকাশিত এক সূচকে এ কথা বলা হয়েছে সোমবার। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য ইকোনমিক টাইমস। এতে বলা হয়েছে, ওই সূচক প্রণয়ন করতে গিয়ে এইচএসবিসি ব্যাংক ৬৭টি উন্নয়নশীল, উদীয়মান দেশ ও সেখানকার বাজার ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে ঝুঁকির সূচক নির্ধারণ করেছে। এক্ষেত্রে যাচাই করে দেখা হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তবতার নিরিখে কি কি প্রভাব পড়তে পারে। চরমভাবাপন্ন আবহাওয়া কি স্পর্শকাতরতা সৃষ্টি করতে পারে। বিদ্যুত সঞ্চালনে কতটা ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং তা মোকাবিলায় কতটা সক্ষমতা রয়েছে। যে ৬৭টি দেশের ওপর এ সূচক তৈরি করা হয়েছে তা মোট বিশ্বের এক তৃতীয়াংশ। এখানে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগের বসবাস। বৈশ্বিক প্রবৃদ্ধির শতকরা ৯৪ ভাগ আসে এসব দেশ থেকে। ওই ঝুঁকি তালিকায় যে চারটি দেশকে সবচেয়ে ঝুঁকির আওতায় নেয়া হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশও। তবে ভারতের ক্ষেত্রে বলা হয়েছে, তারা ঝুঁকির শীর্ষে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সেখানে কৃষি উপার্জন কমে যাবে। সেচ দেয়া যাবে না। তাই সেচের আওতায় থাকা এলাকা কমে যাবে। উচ্চ তাপমাত্রা ও অনাবৃষ্টির ফলে এ পরিস্থিতি আরো করুণ হয়ে উঠতে পারে। তবে বাংলাদেশ, পাকিস্তান ও ফিলিপাইনের আবহাওয়া চরম ভাবাপন্ন হয়ে উঠতে পারে। দেখা দিতে পারে ঝড় ও বন্যা। জলবায়ু পরিবর্তনের ফলে যেসব ঝুঁকি সামনে আসবে তা মোকাবিলায় পাকিস্তান সবচেয়ে কম সক্ষম। কারণ, এক্ষেত্রে তাদের সরঞ্জামের ঘাটতি রয়েছে। ওদিকে জলবায়ুর পরিবর্তনে যাদের সবচেয়ে কম ক্ষতি হবে এমন পাঁচটি দেশ হলো ফিনল্যান্ড, নরওয়ে, এস্তোনিয়া ও নিউজিল্যান্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status