বিশ্বজমিন

মোহাম্মদ বিন সালমানের সাক্ষাৎকার

একমাত্র মৃত্যুই পারে আমাকে শাসন করা থেকে দূরে রাখতে

মানবজমিন ডেস্ক

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৯:৫৯ পূর্বাহ্ন

সৌদি আরব শাসন করতে দৃঢ় প্রতিজ্ঞ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সমপ্রতি এক সাক্ষাৎকারে তার এ মনোভাবের কথা বেশ খোলাখুলিভাবেই বলেছেন তিনি। ক্রাউন প্রিন্স জানিয়েছেন, একমাত্র মৃত্যুই পারে তাকে সৌদি আরব শাসন করা থেকে বিরত রাখতে। যুক্তরাষ্ট্র ভিত্তিক টিভি চ্যানেল সিবিএস নিউজের সিক্সটি মিনিট নামের এক অনুষ্ঠানে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে তার প্রথম আনুষ্ঠানিক সফরে যাওয়ার প্রাক্কালে এ সাক্ষাৎকার দিয়েছেন সালমান। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, সিক্সটি মিনিটস’র সাক্ষাৎকারে ইরান, ইয়েমেন, মানবাধিকারসহ বেশকিছু ইস্যু নিয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ। সিবিএস’র নোরাহ ও’ডনেল সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে জিজ্ঞেস করেন, রাজ্য শাসন করা থেকে কোন বিষয়টি বিরত রাখতে পারে। উত্তরে তিনি বলেন, একমাত্র মৃত্যু। ক্ষমতায় আসার পর এই প্রথমবার কোনো টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন সালমান। সাক্ষাৎকারে কয়েক মাস আগের দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে সালমান জানান, অভিযান থেকে ১০ হাজার কোটি ডলার পুনরুদ্ধার করেছে সৌদি আরব। উল্লেখ্য, ওই অভিযানে সৌদি আরবের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও প্রিন্সকে আটক করা হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অভিযানের কৌশলগুলো ‘জোরপূর্বক অর্থ আদায়’ ও আইন নিয়ে ঠাট্টা করার মতো ছিল। সালমান অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমরা সৌদি আরবে যা করেছি তা খুবই প্রয়োজনীয় ছিল। সব পদক্ষেপ আইন মেনেই নেয়া হয়েছে।
মানবাধিকার: সৌদি আরবের সামাজিক সমস্যা ও রক্ষণশীলতার দিকে ঝুঁকে পড়ার জন্য ইরানের ইসলামিক রেভ্যুলেশনকে দোষ দিয়েছেন ক্রাউন প্রিন্স। তিনি বলেন, ১৯৭৯ সালের ঘটনার আগে আমরা বিশ্বের বাকি দেশগুলোর মতো স্বাভাবিক মানুষের মতোই এগুচ্ছিলাম। সৌদির মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সৌদি আরব মানবাধিকারের বহু নীতিতে বিশ্বাসী। তিনি আরো বলেন, এমনকি, আমরা মানবাধিকারের ধারণাতেও বিশ্বাসী। কিন্তু প্রকৃতপক্ষে সৌদি আরবের মানদণ্ড আর যুক্তরাষ্ট্রের মানদণ্ড এক নয়। আমি এটা বলব না যে, আমাদের ভুল-ত্রুটি নেই। নিশ্চিতভাবেই আছে। তবে, স্বাভাবিকভাবেই আমরা সেসব ঠিক করার জন্য কাজ করছি। তিনি যোগ করেন, নিশ্চিতভাবেই সৌদি আরবে নারী-পুরুষের সমান অধিকার রয়েছে।
ইয়েমেনে যুদ্ধ: ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেয়ায় কড়া সমালোচনার স্বীকার হয়েছেন সালমান। সৌদি আরব সেখানে যুদ্ধে জড়ানোর পর থেকে দেশটিতে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।  সিবিএস’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এজন্য স্থানীয় হুতি বিদ্রোহীদের দুষেছেন। তিনি দাবি করেন, হুতি বিদ্রোহীরা দেশটিতে ত্রাণ সরবরাহ আটকে রেখেছিল। তবে, মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বোমা ফেলার অভিযোগ এনেছে। এখন পর্যন্ত ইয়েমেনের গৃহযুদ্ধে গৃহহীন হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছে আরো ১০ হাজার। তবুও যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ইরান: সাক্ষাৎকারে আরো একবার ইরানের বিরুদ্ধে তেঁতে ওঠেন সালমান। সৌদি আরব ও ইরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী- এমন দাবি অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, ইরান সৌদি আরবের কোনো প্রতিদ্বন্দ্বী নয়। ইরানকে নিয়ে তিনি বলেন, এর সেনাবাহিনী মুসলিম বিশ্বের মধ্যে সেরা পাঁচে নেই। সৌদি আরবের অর্থনীতি ইরানের অর্থনীতির চেয়ে বড়। সৌদি আরবের সমান হওয়া থেকে ইরান বহুদূরে রয়েছে। সাক্ষাৎকারটিতে ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ খোমেনীকে এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন সালমান। খোমেনিকে নিয়ে তিনি বলেন, তিনি মধ্যপ্রাচ্যে নিজের প্রকল্প সৃষ্টি করতে চান। অনেকটা হিটলারের মতো, যিনি তৎকালীন সময়ে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিলেন। যা ঘটেছে তা ঘটার আগে, ইউরোপসহ পুরো বিশ্বের বিভিন্ন দেশ বোঝেনি হিটলার কতটা বিপজ্জনক। আমি মধ্যপ্রাচ্যেও একই ঘটনা ঘটতে দেখতে চাই না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status