বিনোদন

আমজাদ হোসেন সফল অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১২:৪২ অপরাহ্ন

সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন। এখন তিনি পুরোপুরি সুস্থ। সোমবার রাতে মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন তার ছেলে অভিনেতা-নির্মাতা সোহেল আরমান। তিনি বলেন, বাবা বেশ কয়েক মাস ধরে ক্ষুদ্রান্ত্রজনিত রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত ২রা মার্চ তাকে থাইল্যান্ড নিয়ে যাই। সেখানে সুকুমভিত হাসপাতালে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বাবা এখন সুস্থ আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি বিপদমুক্ত। তাই ১৪ই মার্চ বাবাকে নিয়ে আমরা ঢাকায় ফিরি। তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন। সোহেল আরমান আরো বলেন, বাবা চাননি অস্ত্রোপচারের আগে তার অসুস্থতার খবর বাইরের মানুষ জানুক। এতে তার ওপর মানসিক প্রভাব পড়তে পারে। তাই আমরাও কাউকে জানাইনি। আমজাদ হোসেন এখন শঙ্কামুক্ত হলেও আগামী ডিসেম্বরে তাকে আবারও চেকআপের জন্য থাইল্যান্ডে যেতে হবে। উল্লেখ্য, আমজাদ হোসেন একাধারে একজন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক। তিনি ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো কালজয়ী চলচ্চিত্রের নির্মাতা। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০টি চলচ্চিত্র নিজে নির্মাণ করলেও তার গল্পে নির্মিত হয়েছে অসংখ্য চলচ্চিত্র। এছাড়া তার নির্মাণে কিছু টিভি নাটকও ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ‘জব্বার আলী’ সিরিজের নাটক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status