বাংলারজমিন

নারায়ণগঞ্জে পাইরেসি চক্রের ২৪ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৯:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বিপুল পরিমাণ পাইরেসির সরঞ্জামসহ ২৪ জনকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতদের কাছ থেকে ২৪টি মনিটর, ২৪টি সিপিইউ ও ১৭৯৬টি পাইরেটেড সিডি জব্দ করা হয়। একই সঙ্গে জাল জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন জাল সার্টিফিকেট তৈরি চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।  
সোমবার দুপুরে র?্যাব-১১ এর সদর দপ্তর আদমজীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের (সিইও) লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্র নায়ক জায়েদ খান, মাইলস ব্যান্ডের সংগীত শিল্পী শাফিন আহমেদ, চিত্র নায়িকা শাহনুর, কেয়া, সংগীত শিল্পী মুন, এলিজা পুতুল ও তাবিজ ফারুকসহ সংশ্লিষ্ট কলাকৌশলী শিল্পীরা।
র?্যাব জানায়, রোববার রাতে নরসিংদীর মাধবদী থানার সোনার বাংলা মার্কেট ও স্কুল মার্কেট এবং নারায়ণগঞ্জ সদর থানার রেলওয়ে মার্কেটে অভিযান চালিয়ে পাইরেসির সঙ্গে জড়িত ২৪ জনকে আটক করা হয়। একই রাতে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে জাল পরিচয়পত্র, জাল কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইরেটেড সিডি, পাইরেসি সরঞ্জামাদি, জাল সনদ, এনআইডি ও কম্পিউটার সামগ্রী।
আটককৃতরা হলেন- ডালিম (২৫), কাওসার (২২), আরিফুল ইসলাম (২০), রাসেল মিয়া (২৫), ইব্রাহীম (৩০), নাহিদ হাসান (২২), এরশাদ মিয়া (২৬), সেলিম (২১), সোহাগ মিয়া (২৫), কাজী জুয়েল (২৬), শামীম (২৭), ইদ্রিস মিয়া (৪০), শামীম মিয়া (২৫), রাজু আহমেদ (২৩), কাজী দিপু (২০), মামুন মিয়া (২৮), ইউসুফ মিয়া (২২), কাজী বিল্লাল (২০), শাকিল মিয়া (২৪), মনির হোসেন (৪০), রবিন দেওয়ান (৪২), আকাশ (৩৬), মাসুদ আলম (২৮), মাসুদ রানা (৩৭) ও জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিভিন্ন জাল সার্টিফিকেট ও কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত মাসুদ রানা (২৬)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status