বিনোদন

স্মরণ

চলে যাওয়ার দুই বছর

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৯:৩৫ পূর্বাহ্ন

চলচ্চিত্র ও টিভির নন্দিত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার পরিবার ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আলাদাভাবে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে। বাদ আসর এফডিসি’র শিল্পী সমিতির স্টাডি রুমে মিলাদ মাহফিল এবং স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়। পাশাপাশি অসহায়, এতিম, গরিব, স্কুল থেকে আসা বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০১৬ সালের ২০শে মার্চ মারা যান দিতি। ১৯৬৫ সালের ৩১শে মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে জন্মছিলেন এ অভিনেত্রী। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু এটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত
প্রথম চলচ্চিত্র ছিল আজমল হুদা মিঠু পরিচালিত ‘আমিই ওস্তাদ’। জীবদ্দশায় প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে সফলতার সঙ্গে কাজ করেছেন এ অভিনেত্রী। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ চলচ্চিত্রে আলমগীরের স্ত্রীর চরিত্রে দারুণ অভিনয় নৈপুণ্যের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি দিতি বেশ কিছু নাটকেও অভিনয় করেছিলেন। কয়েকটি নাটক পরিচালনাও করেছিলেন তিনি। এ ছাড়া রান্নাবিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন। গায়িকা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন দিতি। বেরিয়েছিল তার একক অ্যালবামও। বিজ্ঞাপনচিত্রে মডেলও হন তিনি। প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন দিতি। তাদের সংসারে লামিয়া ও দীপ্ত নামের দুই সন্তান রয়েছে। সোহেল চৌধুরীর মৃত্যুর পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করে সংসার শুরু করেন দিতি, সে বিয়েও টেকেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status