বিনোদন

আসছে সা রে গা মার ‘১৯৭১’

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৯:৩৪ পূর্বাহ্ন

আসন্ন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘১৯৭১’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী নতুন দেশাত্মবোধক গান নির্মাণ করেছে সা রে গা মা একাডেমি। জাতীয় স্মৃতিসৌধে হাজারো উৎসুক মানুষের অংশগ্রহণে গানটির চিত্রধারণ করা হয়। একুশে পদক ২০১৮ বিজয়ী সংগীত ব্যক্তিত্ব শেখ সাদী খানের নিপুণ সংগীতায়োজনে সা রে গা মা একাডেমির শিল্পীদের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা লীনু বিল্লাহ। প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোরের সঙ্গে চমৎকারভাবে সাজানো একটি গল্পনির্ভর চিত্রায়ণে অংশ নিয়েছেন লীনু বিল্লাহ ও শেখ সাদী খান। গানটির কথা লিখেছেন মাহফুজ বিল্লাহ শাহী, সুর ও ভিডিও পরিচালনা করেছেন গোলাম মাওলা। প্রযোজনায় সা রে গা মা একাডেমি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-উত্তর বিজয় মিছিল, মুক্তিযুদ্ধ চিত্রাঙ্কন, একাত্তরের গল্প, বিজয় নৃত্যসহ নানা চিত্র ফুটে উঠেছে গানটির চিত্রায়ণে। সা রে গা মা একাডেমির পরিচালক মাহফুজ বিল্লাহ শাহীর সার্বিক তত্ত্বাবধানে গানটির চিত্রধারণ ব্যবস্থাপনায় ছিলেন রবিউল ইসলাম শিল্প। সহযোগিতায় ফরহাদুর রহমান, আলী মেসবাহ, কে জে এম রেজাউর রহমান, দিলারা জাহান ও আকাশ সরকার প্রমুখ। সৈয়দ আবদুল হাদী ও সা রে গা মা একাডেমির আলোচিত ভাষার গান বর্ণমালার মতো এই গানটিও আসছে মহান স্বাধীনতা দিবসে দেশের অধিকাংশ টেলিভিশন চ্যানেলে সমপ্রচার হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status