বিনোদন

ছবির নাম নিয়ে বিতর্ক

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৯:৩৩ পূর্বাহ্ন

কয়েকদিন আগে পরিচালক রবিন খান তার নতুন ছবির নাম ঘোষণা করেন। ছবির নাম ‘জানবাজ’। সমপ্রতি কাহিনীকার, নৃত্য পরিচালক, অভিনয়শিল্পীরাসহ একসঙ্গে ছবির গল্প নিয়েও বসেছেন বলে জানান এর পরিচালক। এ ছবিতে অভিনয় করবেন অপু বিশ্বাস, বাপ্পি চৌধুরী, সুব্রত, সুজাতা, মারুফসহ আরো অনেকে। শুটিং শুরু হবে আগামী ২৮শে এপ্রিল। সবই ঠিকঠাক তবে এরইমধ্যে ছবির নাম নিয়ে অভিযোগ আসে আরেক নির্মাতা ওয়াজেদ আলী সুমনের। তিনি মানবজমিনকে গতকাল বলেন, ‘জানবাজ’ ছবির নামটি আমি পরিচালক সমিতিতে সাত-আট মাস আগে লিপিবদ্ধ করেছি। টাইগার মিডিয়া ছবিটি প্রযোজনা করছে। ছবির গানের রেকডিংও হয়েছে। কিন্তু শুটিং শুরু করিনি। তাই এই নাম তো আরেকটি ছবিতে ব্যবহার করতে অন্য পরিচালক পারবেন না। পরিচালক রবিন খান আমাকে ফোন করেছিলেন কিন্তু আমি বলেছি এই নামটা তো আপনার ছবিতে ব্যবহার করার অনুমতি আমি দিতে পারি না। কারণ এটা প্রযোজক বা প্রযোজনা সংস্থার বিষয়।

এদিকে নির্মাতা রবিন খান বলেন, ছবির নাম পরিচালক সমিতির খাতায় লিপিবদ্ধ করার পর প্রায় এক বছর হয়ে গেলে আমরা ওই নাম ব্যবহার করতে পারব। এমনটি জেনেছি বলেই আমার নতুন ছবির নাম ‘জানবাজ’ রেখেছি। বিষয়টি নিয়ে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, পরিচালক ওয়াজেদ আলী সুমন যদি এই নাম অন্য পরিচালককে ব্যবহার করার অনুমতি দেন এবং আমাদের কাছে সেটা লিখিত আকারে জমা দেয়া হয় তখন রবিন খান এই ছবির নাম ব্যবহার করতে পারবেন। এছাড়া তিনি ‘জানবাজ’ নামটি তার ছবিতে ব্যবহার করতে পারবেন না। আর আমরা খবর নিয়ে দেখেছি ওয়াজেদ আলী সুমন এই ছবির নাম পরিচালক সমিতির খাতায় লিপিবদ্ধ করার পাশাপাশি কাজ শুরু করার জন্য গানের রেকর্ডিংসহ নানা বিষয়ে লগ্নি করেছেন। রবিন খান সমপ্রতি তার পরিচালিত প্রথম ছবি ‘মন দেবো মন নেবো’ এর কাজ শেষ করেছেন। এ ছবিতে মাহিয়া মাহি ও শিবলী নওমান অভিনয় করেছেন। ‘জানবাজ’ হতে যাচ্ছে তার পরিচালিত দ্বিতীয় ছবি। এবার দেখা যাক, ‘জানবাজ’ নিয়ে বিতর্ক কোথায় ঠেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status