এক্সক্লুসিভ

গাজীপুর ও খুলনা সিটির তফসিল ৩১শে মার্চ

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৯:০৭ পূর্বাহ্ন

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ৩১শে মার্চ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মে মাসের দ্বিতীয়ার্ধে এ দুই সিটির নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করা হবে। সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ৫ সিটি করপোরেশনের মধ্যে খুলনা ও গাজীপুর সিটির ভোটের তফসিল ৩১শে মার্চ ঘোষণা করা হবে। নির্ধারিত সময় রেখেই এ ভোটের তারিখ নির্ধারণ করবে ইসি। ইসি সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনে ২০১৩ সালের ৬ই জুলাই ও খুলনা সিটিতে ২০১৩ সালের ১৫ই জুন ভোট হলেও সিটি প্রথম সভা সেপ্টেম্বরে হয়েছিল। সে হিসাবে মার্চ থেকেই ভোটের দিনক্ষণ শুরু হয়েছে। এ দুই সিটির ভোটের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ৮ই সেপ্টেম্বরের মধ্যে। মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগের সময়ে ভোটের বাধ্যবাধকতা রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, ২রা এপ্রিল থেকে ৪ঠা মে সময় পর্যন্ত এইচএসসি পরীক্ষা রয়েছে। ১৭ই মে থেকে মাহে রমজান শুরু হচ্ছে। সেক্ষেত্রে ৪০-৪৫ দিন সময় রেখে মে মাসের দ্বিতীয়ার্ধে দুইটি নির্বাচন একদিনে করা হবে। গাজীপুর সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ৬ই জুলাই। প্রথম সভা হয় ২০১৩ সালের ৫ই সেপ্টেম্বর। আইন অনুযায়ী এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ঠা সেপ্টেম্বর। ৮ই মার্চ নির্বাচনের দিন গণনা শুরু হবে এ সিটির। সিলেট সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ই জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৯ই অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৮ই অক্টোবর। ১৩ই মার্চ নির্বাচনের দিন গণনা শুরু হবে। খুলনা সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ই জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ২৬শে সেপ্টেম্বর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ২৫শে সেপ্টেম্বর। ৩০শে মার্চ নির্বাচনের দিন গণনা শুরু হবে। রাজশাহী সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ই জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৬ই অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৫ই অক্টোবর। ৯ই এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হবে। বরিশাল সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ই জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ২৪শে অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ২৩শে অক্টোবর। ২৭শে এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হবে। পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ঠা সেপ্টেম্বর, সিলেটের ৮ই অক্টোবর, খুলনায় ২৫শে সেপ্টেম্বর, রাজশাহীতে ৫ই অক্টোবর ও বরিশালে ২৩শে অক্টোবর। বাকি তিন সিটি করপোরেশনের ভোটও একদিনে করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ঈদের পরে সুবিধাজনক সময়ে ভোট করবে ইসি। সিইসি কে এম নূরুল হুদা ইতিমধ্যে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন করা হবে। এ নিয়ে কমিশনের সভায় সিদ্ধান্ত হবে। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানান সিইসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status