বিশ্বজমিন

পারমাণবিক বিকেন্দ্রীকরণে সম্মত কিম জন উন- দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

১৯ মার্চ ২০১৮, সোমবার, ৪:৩৯ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জন উন পারমাণবিক বিকেন্দ্রীকরণে সম্মত হয়েছেন। এ খবর দিয়েছে গার্ডিয়ান অনলাইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤েপর সঙ্গে মে'তে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনায় উত্তর কোরিয়ার নেতার অংশগ্রহণের মূল শর্ত ছিল পারমাণবিক বিকেন্দ্রীকরণে রাজি হওয়া। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤প সংলাপে বসার জন্যে এ পূর্ব শর্ত দিয়ে রেখেছিলেন। কিম জন উন পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে সম্মত হয়েছেন- দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এই মর্মে আশ্বাস দেবার পর আলোচনায় বসতে সম্মত হয়েছেন ট্রা¤প। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয় নি উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা কিমের কাছে জানতে চেয়েছি যে, তিনি পারমাণবিক কর্মকা- স্থগিত করতে রাজি আছেন কি না। তিনি এতে সম্মত হয়েছেন। উল্লেখ্য, এই প্রথম পারমাণবিক বিকেন্দ্রিয়করণ নিয়ে সরাসরি ইতিবাচক কোনকিছু বললেন কিম জন উন। ইতিমধ্যে, ট্রা¤প এবং কিমের মধ্যকার সম্ভাব্য বৈঠক নিয়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাগণের সঙ্গে আলোচনা করতে রোববার ফিনল্যান্ড পৌঁছেছেন উত্তর কোরিয়ার একজন জ্যেষ্ঠ কূটনীতিক। প্রসঙ্গত, এ মাসের শুরুর দিকে ডনাল্ড ট্রা¤প কিম জন উনের সঙ্গে বৈঠকে রাজি বলে ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status