খেলা

তারুণ্যের লড়াইয়ে শেষ হাসি ওসাকার

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ ২০১৮, সোমবার, ৩:৫৭ পূর্বাহ্ন

এবারের ইন্ডিয়ান ওয়েলস মহিলা এককের ফাইনালে ছিল তারুন্যের লড়াই। ক্যালিফোর্নিয়ায় ফাইনালে মুখোমুখি হন ২০ বছর বয়সী দুই খেলোয়াড় নাওমি ওসাকা ও দারিও কাসাতকিনা। আর ম্যাচ হাসিমুখ জাপানি তারকা ওসাকার। ক্যারিয়ারে প্রথমবার ডাব্লিউটিএ শিরোপার স্বাদ নিলেন নাওমি ওসাকা। সোমবার ইন্ডিয়ান ওয়েলস আসরে মহিলা এককের ফাইনালে রাশিয়ার দারিয়া কাসাতকিনার বিপক্ষে ৬-৩ ও ৬-২ গেমের দাপুটে জয় দেখেন জাপানি এ তারকা। ফাইনালে ওসাকা সময় নেন মাত্রই ৭০ মিনিট। আসরের সেমিফাইনালে ওসাকা দেখান দাপুটে নৈপুণ্য। বিশ্বের এক নম্বর খেলোয়াড় রুমানিয়ার সিমোনা হালেপের বিপক্ষে মাত্র ৬৩ মিনিটের লড়াই শেষে ৬-৩ ও ৬-০ গেমে জয় দেখেছিলেন ২০ বছর বয়সী এ জাপানি তারকা। ওই ম্যাচের প্রথম সেটে একপর্যায়ে ছিল ৩-৩ গেমের সমতা। পরে টানা ৯ গেমে জয় নিয়ে ফাইনালে পৌছেন ওসাকা। আসরের ফাইনালের পথে নাওমি ওসাকা হারান মারিয়া শারাপোভা, আগনিয়েস্ক রাদওয়ানস্কা, ক্রারোলিন প্লিসকোভা ও সিমোনা হালেপের মতো শীর্ষ খেলোয়াড়দের। আর পুরো আসরে ওসাকা খোয়ান মাত্রই এক সেট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status