অনলাইন

বাড়িতে মশার প্রজননক্ষেত্র থাকলে কারাদণ্ড

অনলাইন ডেস্ক

১৯ মার্চ ২০১৮, সোমবার, ৩:৪১ পূর্বাহ্ন

বাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র কিংবা লার্ভা পাওয়া গেলে বাসার মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড বা অর্থদণ্ড দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আজ সোমবার স্বচ্ছ ঢাকা কর্মসূচির অংশ হিসেবে চিকুনগুনিয়া প্রতিরোধ এবং এডিস মশা নিধনে করণীয় এক মতবিনিময় সভায় মেয়র এ কথা জানান।
তিনি বলেন, স্বচ্ছ ঢাকা কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ই মার্চ থেকে দক্ষিণ সিটিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করবো। এসময় যেসব ভবনে এডিস মশার প্রজননক্ষেত্র বা মশার লার্ভা পাওয়া যাবে, সেসব বাড়ির মালিকদের মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। ডিএসসিসির আইন ২৬৯-৭০ অনুযায়ী এই জরিমানা করা হবে। এ বিষয়ে আগামীকাল থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এসময় তিনি সবাইকে বাড়ি পরিষ্কার রাখার অনুরোধ জানান।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৭ই মার্চ থেকে সপ্তাহব্যাপী ‘স্বচ্ছ ঢাকা’ অভিযান চালাচ্ছে ডিএসসিসি। আর এই কর্মসূচির অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status