খেলা

জাতীয় ফুটবল দলের নতুন যাত্রা

স্পোর্টস রিপোর্টার

১৯ মার্চ ২০১৮, সোমবার, ৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ সম্মেলনে সত্যজিৎ দাশ রূপু ও কোচ অ্যান্ড্রু অর্ড

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৬ সালের ১০ই অক্টোবর ভুটানের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর আর কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দল। অবশেষে অবসান হতে যাচ্ছে প্রতীক্ষার। আগামী ২৭শে মার্চ লাওসের মাঠে প্রীতি ম্যাচের লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ভালো খেলতে আশাবাদী জাতীয় দলের কোচ অ্যান্ডু্র অর্ড। লাওসের আগে অবশ্য আজ ব্যাংককে যাচ্ছে ফুটবল দল। থাইল্যান্ডের রাজধানীতে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মামুনুলরা। ২১শে মার্চ রাচাবুড়ি ফল এফসি আর ২৩শে মার্চ  ব্যাংকক গ্লাস এফসির সঙ্গে খেলে ২৫শে মার্চ লাওসে যাবে বাংলাদেশ।
সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে চোখ রেখেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের জন্য দীর্ঘ অনুশীলনের ব্যবস্থা করেছে। তবে তা গতানুগতিক নয়। ওই টুর্নামেন্টের আগে ফুটবলারদের দেশে ও বিদেশে অনুশীলন করাচ্ছে দেশের ফুটবলারের অভিভাবক সংস্থাটি।
আয়োজনের ব্যবস্থা করছে প্রস্তুতি ম্যাচ। মধ্য প্রাচ্যের দেশ কাতারে দুই সপ্তাহের অনুশীলনের পর এবার অ্যান্ডু্র অর্ডের শিষ্যরা যাচ্ছে থাইল্যান্ড। লাওস যাওয়ার পথে ব্যাংককে এক সপ্তাহ অনুশীলনের পাশপাশি সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। আজ ২৩ ফুটবলার নিয়ে ব্যাংককের উদ্দেশে রওয়ানা হবেন কোচ অর্ড। তার সঙ্গে যাচ্ছেন আরো ৭ অফিসিয়াল। দলকে যথারীতি নেতৃত্ব দেবেন ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু। অর্ডের সহকারী মাহবুব হোসেন রক্সি। জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছিল আবাহনীর কোনো ফুটবলার ছাড়াই। এএফসি কাপের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের কাউকে ডাকেননি কোচ। বিকেএসপি ও কাতারপর্ব শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন আকাশি-হলুদ জার্সিধারীদের ৮ ফুটবলার। তবে এর মধ্যে সোহেল রানা বাদ পড়েছেন চোট পাওয়ায়।
ফিফা র‌্যাঙ্কিংয়ে লাওসের অবস্থান ১৮৩, আর বাংলাদেশ ১৯৭। অর্থাৎ র‌্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে তেমন পার্থক্য নেই।
তাছাড়া প্রস্তুতিও ভালো হয়েছে। তাই লাওসে সাফল্যের ব্যাপারে অর্ড আশাবাদী। গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে, তাই আমি সন্তুষ্ট। আমরা এখন লাওস ম্যাচের অপেক্ষায় আছি। এর আগে থাইল্যান্ডে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিতে পারবো। সব কিছু ঠিক থাকলে ভালো ফল হবে। ডিফেন্স, মিডফিল্ড আর ফরোয়ার্ড জোনে প্রত্যেকে নিজের কাজ করতে পারলে দলের পারফরম্যান্স ইতিবাচক হবে।’ প্রশিক্ষণ নিয়ে মিডফিল্ডার ফয়সাল মাহমুদও উচ্ছ্বসিত, ‘বর্তমান কোচের অধীনে আমরা নিজেদের বদলে ফেলার চেষ্টা করছি। আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। রক্ষণভাগ আর আক্রমণভাগ নিয়ে ভালো কাজ হয়েছে। সেটপিস নিয়েও কাজ করেছি আমরা। আশাকরি, লাওসের বিপক্ষে ভালো ম্যাচ উপহার দিতে পারবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status