দেশ বিদেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার

১৯ মার্চ ২০১৮, সোমবার, ৯:১৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার কারামুক্তির দাবি ও পুলিশি হেফাজতে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর প্রতিবাদে সারা দেশে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। রাজধানীসহ বেশ কয়েকটি থানাসহ দেশের কয়েকটি জেলায় পুলিশের বাধায় বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে যায়। রাজধানীতে মিছিল চলাকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম সামসুল হকের নেতৃত্বে বাড্ডা, মাহবুবুুল আলম মন্টু ও আলমাস হোসেনের নেতৃত্বে পল্লবী, মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ারের নেতৃত্বে এফডিসির সামনে তেজগাঁও, মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানের নেতৃত্বে মোহাম্মদপুর, বজলুর রহমান ও আলমগীর হোসেন লাবুর নেতৃত্বে মোহাম্মদপুর, আবদুল আউয়াল ও মজিবুল হকের নেতৃত্বে রূপনগর, হবি উল্লাহ হবি ও মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মহাখালী গাউছুল আযম মসজিদের সামনে বনানী, মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক নাসির জুলহাস পারভেজের নেতৃত্বে বিমানবন্দর, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর আলীর নেতৃত্বে হজক্যাম্প রোডের দক্ষিণখান, আহসান হাবিব ও মো. হিরণের নেতৃত্বে উত্তরখান, এইচ এম ইমরান ও ফারুক হোসেনের নেতৃত্বে দিয়াবাড়ি বাসস্ট্যান্ডের দারুস সালাম, মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টির নেতৃত্বে শাহআলী, সাইফুর রহমান মিহির ও জহিরুল ইসলামের নেতৃত্বে রামপুরা, মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতি ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুজ্জাহানের নেতৃত্বে ইবরাহীমপুর মেইন রোডে কাফরুল থানা বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীরা বিক্ষোভ করে। তবে খিলক্ষেত, ভাষানটেক, ক্যান্টনমেন্ট, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও শেরেবাংলা নগর থানা বিএনপির মিছিলগুলো পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি আবুল হাসান তালুকদার ননী ও সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের নেতৃত্বে পল্টন, শাহবাগ ও পল্টন, মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধার নেতৃত্বে খিলগাঁও চৌরাস্তা ও খিলগাঁও, হাসিবুর রহমান মান্নু ও হাজী সোলায়মান আলীর নেতৃত্বে ফকিরাপুল, মতিঝিল, হুমায়ুন কবির ও আব্দুল মোতালেব রুবেলের নেতৃত্বে মৌচাক, রমনা, মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে সোনারগাঁও রোড, কলাবাগান, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক খতীবুর রহমান খোকনের নেতৃত্বে তারা মসজিদ এলাকা, চকবাজার, মহানগর দক্ষিণ বিএনপি সহ-সভাপতি ও কদমতলী থানা বিএনপি সভাপতি হাজী মীর হোসেন মীরুর নেতৃত্বে জুরাইন, কদমতলী, বিএনপি নেতা মো. মাহবুব ও মো. সোহেলের নেতৃত্বে সায়দাবাদ বাসস্ট্যান্ড, গেণ্ডারিয়া, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সাত্তারের নেতৃত্বে শ্যামবাজার, হাজী মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে রসুলপুর ট্যানারি এলাকায় কামরাঙ্গীরচর, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক ও শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আ ন ম সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামপুর, কাজী মাহবুব মাওলা হিমেল ও মোজাম্মেল হকের নেতৃত্বে জুরাইন, শ্যামপুর, গোলাম মোস্তফা সেলিম ও মো. ইব্রাহিমের নেতৃত্বে নারিন্দা, ওয়ারী, মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন রতন চেয়ারম্যানের নেতৃত্বে স্টাফ কোয়ার্টার এলাকা, ডেমরা, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিমের নেতৃত্বে নয়াবাজার মোড়, বংশাল, মো. হুমায়ুনের নেতৃত্বে চানখাঁরপুল, বংশাল থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তবে মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ রবিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ধলপুর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে সায়েদাবাদ ব্রিজে যাওয়ার আগেই পুলিশি আক্রমণে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। উর্দু রোডে সাবেক কমিশনার শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে মিছিলটিও পুলিশি হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিল থেকে সালাউদ্দিন, ইউসুফ নামে দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ওদিকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। পরে জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পির নেতৃত্বে শহরের ফায়ার সার্ভিস সড়কে বিক্ষোভ সমাবেশ পালন করে ঝালকাঠি জেলা বিএনপি। এছাড়া মৌলভীবাজার, সুনামগঞ্জ, খুলনা, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে জেলা বিএনপি।
ছাত্রদলের দুইদিনের কর্মসূচি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রহসনের রায়ের প্রতিবাদে সারা দেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হচ্ছে- আগামী ২৪শে মার্চ শনিবার দেশের সকল থানা, পৌর ও কলেজ শাখা এবং ২৫শে মার্চ রোববার সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিটগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status