এক্সক্লুসিভ

নিখোঁজের এক সপ্তাহ পর ফিরেছেন ব্যবসায়ী সজল

স্টাফ রিপোর্টার

১৯ মার্চ ২০১৮, সোমবার, ৮:৩৯ পূর্বাহ্ন

বাসা থেকে ‘ডিবি’ পরিচয়ে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর বাসায় ফিরেছেন ব্যবসায়ী সজল চৌধুরী। গতকাল সকাল সাড়ে ১০টায় বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফিরেছেন তিনি। সজলের পরিবারের সদস্যরা জানান, ভোরে চোখ বাঁধা অবস্থায় কুমিল্লার দাউদকান্দিতে ফেলে যায় অপহরণকারীরা। তবে কেন, কারা তাকে ধরে নিয়েছিল এ বিষয়ে মুখ খুলছেন না এই ব্যবসায়ী। এ বিষয়ে সজল চৌধুরী বলেন, আমাকে চোখ বাঁধা অবস্থায় দাউদকান্দিতে ফেলে যায় তারা। এ সময় আমার পকেটে দুই হাজার টাকা দিয়েছিল। সেখান থেকে অন্যের ফোন থেকে বাসায় মা দিলু আরা বেগমের কাছে কল দেন তিনি। তারপর একটি গাড়ি ভাড়া করে ঢাকার বাসায় পৌঁছেন। তাকে কারা, কেন তুলে নিয়েছিল জানতে চাইলে সজল চৌধুরী বলেন, এ বিষয়ে আমি বলতে পারবো না। সমস্যা আছে। যা বোঝার বুঝে নেন।
সজল চৌধুরীর খালাতো ভাই নাসির উদ্দিন জানান, বাসা থেকে নিয়ে যাওয়ার পর তাকে মারধর করা হয়েছে। ছেড়ে দেয়ার আগে বলে দিয়েছে এ বিষয়ে মুখ খুললে বিপদ হবে। তখন আর রক্ষা হবে না। বাসায় ফেরার পর থেকে ভয়ে আছেন সজল চৌধুরী। সজলের খালাতো ভাই বলেন, আমরা যাদের সন্দেহ করেছিলাম তারাই এটি করিয়েছে।
গত ১১ই মার্চ সন্ধ্যার পর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী সজল চৌধুরীকে ধরে নিয়ে যায় ১৪-১৫ জন। এ সময় বাসার সিসি টিভির ফুটেজ সংরক্ষণের বক্সও খুলে নিয়ে যায় তারা। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ সজলকে আটকের 

বিষয় স্বীকার করেনি। ওই ঘটনায় মা দেলোয়ারা বেগম ভাটারা থানায় জিডি করতে গেলেও পুলিশ তা নেয়নি। পরবর্তীতে একটি জিডি গ্রহণ করা হয়। সজল নিখোঁজের পর তার মা দিলু আরা বেগম জানিয়েছিলেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষিকা নাজনীন সুলতানাকে বিয়ে করেন। তার সঙ্গে ডিভোর্সের বিষয় আদালত পর্যন্ত গড়ায়। একইভাবে তার এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গেও আর্থিক লেনদেন নিয়ে মামলা রয়েছে। ডিভোর্স দেয়া স্ত্রী ও ব্যবসায়িক অংশীদার মিলে তাকে অপহরণ করিয়েছে বলে অভিযোগ করেছিলেন ব্যবসায়ী সজল চৌধুরীর মা দিলু আরা বেগম। তিনি জানান, সজলের পিতা শহীদ মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী। স্বামীকে হারিয়ে একমাত্র ছেলেকে অবলম্বন করে বেঁচে আছেন তিনি। সজল চৌধুরী জাহাজ ভাঙ্গা ও তথ্যপ্রযুক্তিসহ নানা ব্যবসায় জড়িত। তার গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status