বিনোদন

পুরনো কমিটি দিয়েই চলছে সেন্সর বোর্ড

কামরুজ্জামান মিলু

১৯ মার্চ ২০১৮, সোমবার, ৮:৩১ পূর্বাহ্ন

দেশ স্বাধীনের পর ১৯৭২-এ প্রণীত চলচ্চিত্র বিধি বাতিল করে ১৯৭৭-এ প্রণয়ন করা হয় ‘দ্য বাংলাদেশ সেন্সরশিপ অব ফিল্মস রুলস’। এ সময় রাজধানী ঢাকায় চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রতিষ্ঠা করা হয়। চলচ্চিত্র সেন্সরশিপ সরকারি আইন যার দ্বারা চলচ্চিত্রকে সর্বসাধারণ্যে প্রদর্শনের অনুমোদন বা অননুমোদন করা হয়। সেন্সর বোর্ডে নির্মাতাদের চলচ্চিত্র দেখে যাচাই বাছাইয়ের জন্য এক বছর পর পর গঠিত হয় নতুন কমিটি। সেই ধারাবাহিকতায় সবশেষ ২০১৬ সালের ৮ই সেপ্টেম্বর এক বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুর্নগঠন করা হয়। সেসময় তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে তথ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বেতারের প্রাক্তন উপমহাপরিচালক কবি জাহিদুল হক, অভিনেত্রী শর্মিলী আহমেদ, সাংবাদিক শাবান মাহমুদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সংগীত ব্যক্তিত্ব আবদুল জব্বার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া রফিক বেবী, চলচ্চিত্র প্রযোজক নাসিরউদ্দিন দিলু, চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক ইফতেখার উদ্দিন নওশাদকে নিয়ে গঠিত হয় চলচ্চিত্র সেন্সর বোর্ড কমিটি। এরমধ্যে সেন্সর বোর্ডের বর্তমান সদস্যদের মধ্যে সংগীত ব্যক্তিত্ব আবদুল জব্বার গত বছরের ৩০শে আগস্ট মারা যান। নিয়ম অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে এক বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা এই কমিটির। স্বাভাবিক নিয়মে এক বছর শেষ হওয়ার পর আসার কথা নতুন কমিটির। তবে এখনো তা কার্যকর হয়নি। এ বিষয়ে সেন্সর বোর্ডের বর্তমান সদস্য ও চলচ্চিত্র প্রযোজক নাসিরউদ্দিন দিলু গতকাল মানবজমিনকে বলেন, সেন্সর বোর্ডে নতুন কমিটি না আসার কারণে পুরানো সদস্যরাই এখন আছেন। এর আগেও দেখা গেছে এক বা দুই মাস পুরনো কমিটি অতিরিক্ত সময় নিয়ে দায়িত্ব পালন করেছে। তবে তথ্য মন্ত্রণালয়ের লিখিত কোনো চিঠিতে এবারের মেয়াদ বাড়ানো হয়নি। নতুন বোর্ড না হওয়া পর্যন্ত পুরনো বোর্ডই বর্তমানে এর দায়িত্ব পালন করছে। তবে এরমধ্যে কিছু পদের পরিবর্তন এসেছে। যেমন মরতুজা আহমদের জায়গায় সেন্সর বোর্ডের চেয়ারম্যান হিসেবে এখন আবদুল মালেক এবং ভাইস চেয়ারম্যান হিসেবে জাকির হোসেনের স্থলে গত বছরের নভেম্বর মাস থেকে মো. আজিজুর রহমান বর্তমানে দায়িত্ব পালন করছেন। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের পুরনো সদস্য ও চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ এ প্রসঙ্গে বলেন, আমার জানামতে দেশের বিশেষ কোনো জরুরি অবস্থার কারণে এর আগে এক দু’বার এমন হয়েছে। তবে সেটাও এক-দু’মাসের বেশি সময় না। তবে এবারের সেন্সর বোর্ডের কমিটির এক বছরের মেয়াদ শেষ হওয়ার পরও ছয় মাস কেটে গেছে। তারপরও নতুন কমিটি আসছে না। আর এটা কেন হচ্ছে তা আমার বোধগম্য না। সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর আগে সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। তিনি এ প্রসঙ্গে বলেন, এরকম ঘটনা এর আগে আমি দেখিনি। প্রতি বছর সেন্সর নীতিমালার নিয়ম অনুযায়ী এক বছরের মেয়াদ শেষ হওয়ার পরই নতুন কমিটি এসেছে। তবে এবারই এর ব্যতিক্রম দেখছি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status