বিনোদন

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’ ৬ই এপ্রিল

স্টাফ রিপোর্টার

১৯ মার্চ ২০১৮, সোমবার, ৮:৩০ পূর্বাহ্ন

ঢালিউডের গ্ল্যামার অভিনেত্রী পরীমনি ও চলচ্চিত্রের নাবগত মুখ ইয়াশের ‘স্বপ্নজাল’ ছবি দেখার জন্য দর্শকদের অপেক্ষার দিন শেষ। আসছে ৬ই এপ্রিল ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে মানবজমিনকে জানিয়েছেন এর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তিনি গতকাল মানবজমিনকে বলেন, ছবিটি ৬ই এপ্রিল বাংলাদেশের বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। এর এক বা দু’সপ্তাহ পর কলকাতায় ছবিটি মুক্তি পাবে বলে আশা করছি। আর ২০শে এপ্রিল চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর মাধ্যমে কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকরা ছবিটি দেখতে পাবেন। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। কিছুদিন আগে এ ছবির ট্রেইলারও মুক্তি পায়। ট্রেইলারে চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা কিছুটা কাহিনীর ইঙ্গিত দিয়ে
রেখেছেন ইতিমধ্যেই। বলা যায়, দু’টি প্রাণের বাঁধনহারা এক প্রেম। ডাকাতি, সংঘাত, গুম, আর কূটকৌশলের আবর্তে দু’জন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু হৃদয় তো বাধা মানে না। দু’জনের মনের আকুলতায় তৈরি হয় আরেক প্রেমগাথা। এ ছবির মাধ্যমে দেশি বাণিজ্যিক ধারার নায়িকা পরীমনি রূপ বদলে আসছেন নতুন লুকে। তিনিও ছবিটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেন। পরীমনি বলেন, ছবিতে আমাকে ভিন্নরূপে দর্শক দেখতে পাবেন। এ ছবির জন্য অপেক্ষার দিন শেষ হতে চলেছে। ছবিতে আমার চরিত্রের নাম শুভ্রা। আর আমার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ। তার চরিত্রের নাম অপু। ‘স্বপ্নজাল’-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার। ‘স্বপ্নজাল’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status