বিনোদন

সংগীত পরিচালক ও সুরকার দিলীপ রায়ের জীবনাবসান

কলকাতা প্রতিনিধি

১৮ মার্চ ২০১৮, রবিবার, ২:৫৬ পূর্বাহ্ন

বিশিষ্ট বেহালাশিল্পী, সংগীত পরিচালক এবং সুরকার দিলীপ রায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। গড়িয়ার বাসভবনে শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শনিবার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ১৯৩৫ সালে  বর্ধমানের রানিগঞ্জে দীলিপ রায়ের জন্ম। স্কুলে পড়াকালীন রানিগঞ্জের জমিদারের কাছ থেকে পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি বেহালা। সেই বেহালাই আজীবন সঙ্গী ছিল তার। বেহালার তালিম নিয়েছিলেন তারকাব্রহ্ম অধিকারীর কাছে। মাত্র ১৪ বছর বয়সে রেডিওতে ‘গল্পদাদুর আসর’-এ বেহালা বাজিয়ে সকলের নজরে এসেছিলেন। পরে আসেন সংগীত পরিচালনায়। কাজ করেছেন সত্যজিৎ রায়, তপন সিংহ, পন্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়েত খাঁ, ওস্তাদ আলি আকবর খাঁ, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ এবং সুধীন দাশগুপ্তসহ বিখ্যাত সংগীত পরিচালকদের সঙ্গে। এককভাবে সংগীত পরিচালক হিসেবে তাকে পাওয়া গেছে ‘নতুন সূর্য’, ‘অনুরোধ’, ‘অন্ধি গলি’সহ বেশ কিছু ছবিতে। তার সুরে গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা  ভোসলে, আরতি মুখোপাধ্যায়, অনুরাধা পাড়ওয়ালসহ নামী দামি শিল্পীরা।  রেডিওতে সলিল চৌধুরির কথায় দিলীপ রায়ের সুরে গান রেকর্ড করেছিলেন সবিতা চৌধুরী। স্বর্ণযুগের সব শিল্পীর সঙ্গেই বেহালায় সঙ্গত করেছেন দিলীপ রায়। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status