বিনোদন

দেশে ফিরলেন দীপা খন্দকার

স্টাফ রিপোর্টার

১৮ মার্চ ২০১৮, রবিবার, ১২:৫৪ অপরাহ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তার প্রথম চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’ ছবির প্রথম লটের শুটিং শেষ করে কলকাতা থেকে আজ সকালে দেশে ফিরলেন। ছবিটির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসের ৩ তারিখে কলকাতায় পাড়ি জমান। টানা ১৩ দিন কলকাতার বিভিন্ন লোকেশনে শুট করেন বলে জানান তিনি। গত ১৬ তারিখ মধ্যরাত পর্যন্ত ছবির শুটিং চলে। দীপা বলেন, কয়েক দিন বিশ্রাম নেবো। তারপর আবার এই ছবির কাজ শুরু করবো। এপ্রিল প্রথম সপ্তাহে এই ছবির দ্বিতীয় লটের শুটিং হবে লন্ডনে। আসছে ৩০শে মার্চ লন্ডনে যাবো ছবিটির কাজ শেষ করতে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান। দীপাকে দেখা যাবে শাকিব খানের চরিত্রে। ছটিটি পরিচালনা করছেন জয়দেব মুখার্জি এই ছবিতে আরো অভিনয় করছেন বাংলাদেশ থেকে মুনিরা মিঠু, ওপারের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার ও শান্তিলাল। ছবিটিতে কাজ করে দীপা দারুণ উচ্ছ্বসিত। এমন একটি চরিত্রের জন্য তার দীর্ঘদিনের অপেক্ষা ক্যারিয়ারে। অবশেষে সেটি পূরণ হলো। চলচ্চিত্র নিয়ে দীপা তার পরিকল্পনার কথাও বলেন। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চান বলে ইচ্ছে প্রকাশ করেন তিনি। তাকে সঠিকভাবে উপস্থাপন করা যাবে এমন চরিত্রে পেলে যেকোনো চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী বলে জানান এই অভিনেত্রী। চলচ্চিত্রের বাইরে ছোট পর্দায়ও তার বেশ ব্যস্ততা রয়েছে। তার হাতে তিনটি সিরিয়াল রয়েছে। দুরন্ত টিভিতে ‘গল্প শেষে ঘুমের দেশে’ ও বাংলাদেশ টেলিভিশনে ‘লকেট’ শিরোনামের ধারাবাহিকটি প্রচার হচ্ছে। খুব শিগগির এটিএন বাংলায় প্রচারে আসবে ‘চলিতেছে টানাটানি’ শীর্ষক নতুন একটি ধারাবাহিক। চলচ্চিত্র নিয়ে দীপা তার পরিকল্পনার কথাও বলেন। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চান বলে ইচ্ছে প্রকাশ করেন তিনি। তাকে সঠিকভাবে উপস্থাপন করা যাবে এমন চরিত্রে পেলে যেকোনো চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী বলে জানান এই অভিনেত্রী। চলচ্চিত্রের বাইরে ছোট পর্দায়ও তার বেশ ব্যস্ততা রয়েছে। এদিকে তার হাতে তিনটি সিরিয়াল রয়েছে। দুরন্ত টিভিতে ‘গল্প শেষে ঘুমের দেশে’ ও বাংলাদেশ টেলিভিশনে ‘লকেট’ শিরোনামের ধারাবাহিকটি প্রচার হচ্ছে। খুব শিগগির এটিএন বাংলায় প্রচারে আসবে ‘চলিতেছে টানাটানি’ শীর্ষক নতুন একটি ধারাবাহিক। ধারাবাহিকের বাইরে বিশেষ দিবসের একক নাটক-টেলিছবিতেও তিনি কাজ করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status