বিনোদন

নওশাবার ইচ্ছে

স্টাফ রিপোর্টার

১৮ মার্চ ২০১৮, রবিবার, ১২:৩৭ অপরাহ্ন

দু’পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা। নির্মাতা ও দর্শকদের কাছে ব্যতিক্রমী চরিত্রের এক অভিনেত্রী হয়ে ওঠেছেন তিনি। নিজকে বৈচিত্র্যময় চরিত্রে উপস্থাপনের জন্য তিনি নিজেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিটি নাটক-চলচ্চিত্রে দর্শক তার সাবলীল অভিনয়ে মুগ্ধ। তবুও নিজেকে আরো সমৃদ্ধ দেখতে চান বলে ইচ্ছে প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি একজন প্রকৃত অভিনেত্রী হয়ে দর্শকের মনে দাগ কাটতে চাই। শুধু নাচ গান দিয়ে দর্শকদের কিছু সময় বিনোদন দেওয়া যায়। কিন্তু সব সময় অন্তরে থাকা যায় না। আমাদের এমন অনেক লিজেন্ড শিল্পী আছেন তারা অনেক বছর অভিনয় থেকে দূরে রয়েছেন। দর্শক তারপরেও তাদের দেখতে চায়। এই অভিনেত্রী একই সঙ্গে দু’পর্দায় কাজ করেন। এতে কাজের সমন্বয় কিভাবে রাখেন জানতে চাইলে তিনি বলেন, আমি যখন যেটি করি সেটি শতভাগ আন্তরিকতা দিয়েই করি। কখনো শুধু কাজের জন্য কাজ করা এই মনোভাব নিয়ে কিছু করিনি। একটি কাজের আগে আমি ভালোভাবে সেটির স্ক্রিপ্ট পড়ে নিই। আমার ক্যারিয়ার শুরু থেকেই দর্শক ভিন্ন ভিন্নভাবে দেখছেন। আমিও সেটি ধরে রাখতে চাই। নওশাবা বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন চলচ্চিত্র ‘বালিঘর’ নিয়ে। এটি পরিচালনা করছেন অরিন্দম শীল। কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস থেকে নির্মিত হচ্ছে এই ছবিটি। এটিতে তিনি থাকছেন জয়া চরিত্রে। তার চরিত্রটি সম্পর্কে তিনি জানান, জয়া খুব শুভ্র একটা মেয়ে। নিজের ভালোলাগার থেকে অন্যের ভালোলাগাকে গুরুত্ব বেশি দেয়। এই ছবিতে তিনি ছাড়া আরো অভিনয় করছেন বাংলাদেশের আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, এবং ভারতের আবির চ্যাটার্জি, পার্নো মিত্র, রাহুল ব্যানার্জি ও অনির্বাণ ভাট্টাচার্য। নওশাবা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। এই ছবিতে এ বি এম সুমনের বিপরীতে সিনথিয়া চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে দারুণ আলোচিত হয়েছেন নওশাবা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আলগা নোঙর’, ‘চন্দ্রাবতী’, ‘স্বপ্নবাড়ি’, ‘৯৯ ম্যানসন’ ছবিগুলো। চ্যানেল আইতে প্রচার হচ্ছে নওশাবা অভিনীত ‘সাতভাই চম্পা’ সিরিয়ালটি। এটি পরিচালনা করেছেন রিপন নাগ। এটিতে তিনি রাজকন্যা দেবযানির চরিত্রে অভিনয় করছেন। অভিনয়ের বাইরে উপস্থাপনাও করছেন এই গ্ল্যামার কন্যা। চ্যানেল  টোয়েন্টিফোরে তিনি ‘রঙ্গিলা রঙ্গশালা’ শিরোনামের একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status