ভারত

ভারতে জাতীয় সঙ্গীতের সংশোধন চেয়ে আরজি

কলকাতা প্রতিনিধি

১৮ মার্চ ২০১৮, রবিবার, ১২:০৬ অপরাহ্ন

ভারতে দেশটির  জাতীয় সঙ্গীতে শব্দ সংশোধনের আরজি জানানো হয়েছে।  এই আরজি জানিয়েছেন আসাম থেকে নির্বাচিত কংগ্রেসের সাংসদ রিপুন বোরা। তিনি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রস্তাবে জাতীয় সঙ্গীতে ‘সিন্ধু’ শব্দের পরিবর্তে ‘উত্তরপূর্ব’ শব্দটি যোগ করার  আরজি জানিয়েছেন । তিনি বলেছেন, সংসদই জাতীয় সঙ্গীতকে গ্রহণ করেছে, তারাই পারে জাতীয় সঙ্গীতে সংশোধন করতে।  রিপুন বোরা তার প্রস্তাবের সমর্থনে বলতে গিয়ে বলেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে দেশের জাতীয় সঙ্গীতে ভারতের উত্তর পূর্বের কোনও উল্লেখ নেই। অন্যদিকে, সিন্ধুকে জাতীয় সঙ্গীতের অন্তর্ভুক্ত রাখা হয়েছে, যা বর্তমানে ভারতের অংশ নয়। সিন্ধু বর্তমানে পাকিস্তানের অংশ, যেটি ভারতের শত্রু দেশ। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় সঙ্গীতে সংশোধনের জন্য অনুরোধ জানানো হবে। এর আগে ২০১৬ সালে শিবসেনা সদস্য অরবিন্দ সাওয়ান্তও এই একই ইস্যু নিয়ে লোকসভাতে সরব হয়েছিলেন। তারও দাবি ছিল, সিন্ধু শব্দের পরিবর্তে অন্য কোনও শব্দ জাতীয় সঙ্গীতে ব্যবহার করা হোক। ১৯১১ সালে নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ‘জনগণ মন অধিনায়ক জয় হে’ সঙ্গীতটি রচনা করেন। তখন ভারত ছিল অবিভক্ত। আর ১৯৫০ সালে গণপরিষদের সভায় রবীন্দ্রনাথের লেখা এই সঙ্গীতটিই দেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সঙ্গীতেরও লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status