বিনোদন

আলাপন

‘তবুও কাজটি করেছি’

এন আই বুলবুল

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

মনিরা মিঠু সাবলীল অভিনয় দিয়ে ছোট পর্দার দর্শকের কাছে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। কলকাতায় জয়দেব মুখার্জির ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং শেষ করে শনিবার দেশে ফিরেছেন এই অভিনেত্রী। টানা ছয়দিন তিনি সেখানে এই ছবির শুটিং  করেছেন। ছবিটির জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে বলে জানান। তার ভাষ্য, এই ছবিতে আমার চরিত্রটি নেতিবাচক। আমাকে দেখা যাবে কলকাতার অভিনেতা শান্তিলালের বোন হিসেবে। চরিত্রটির দৈর্ঘ্য কম। তবে নিজেকে উপস্থাপনের জন্য সুযোগ পেয়েছি। ভালো একটি ছবি হচ্ছে বলতে পারি। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এতে মুনিরা মিঠুর অভিনয় করার কথা ছিল তার বোনের চরিত্রে। কিন্তু পরবর্তীতে চরিত্রে পরিবর্তন আসে। এই প্রসঙ্গে তিনি বলেন, লুক টেস্টের দিন জানতে পারি আমাকে শান্তিলালের বোনের চরিত্রে অভিনয় করতে হবে। এই ছবির কাজের ক্ষেত্রে প্রথমে এখানে একটি ধাক্কা খেলাম। তবুও কাজটি করেছি। আমি যখন যেটি করি সেটি শতভাগ মনোযোগ দিয়ে করি। আমি মনে করি আমার চরিত্রটি যদি সঠিকভাবে শেষ করতে পারি তাহলে দর্শক সেটি দেখবেই। শুটিংয়ে শাকিব খানের সঙ্গে কাজের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি তার সর্ম্পকে অনেক নেতিবাচক কথা শুনেছি। কিন্তু তার সঙ্গে কাজ করে দেখেছি তিনি আসলে তেমন নন। অনেক ভালো মনের মানুষ শাকিব খান। কাজের বাইরেও তাকে অনেক প্রানবন্ত মনে হয়েছে। কেউ কেউ বলেন দেশের শিল্পীদের সঙ্গে তিনি মিশতে চান না। কিন্তু আমার সঙ্গে তিনি নিজ থেকে এসেই কথা বলেছেন। তার সর্ম্পকে যে ভুল ধারণা ছিলো সেটি কেটে গেছে। এদিকে এই ছবি ছাড়াও মিঠু ‘নীল ফড়িং’ শীর্ষক একটি ছবির কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ইদ্রিস হায়দার। এই ছবির চরিত্রটিও বেশ চমৎকার বলে জানান তিনি। এতে তাকে একজন চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবেই দেখা যাবে। অন্যদিকে নতুন আরো একটি ছবির বিষয়ে তার কথা হচ্ছে। চূড়ান্ত হলে সেটি সম্পর্কে জানাবেন তিনি। হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা‘ ছবির মধ্য দিয়ে মুনিরা মিঠুর চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তীতে জাকির হোসেন রাজুর ‘পোড়া মন‘ ছবির মধ্য দিয়ে তিনি প্রথম বানিজ্যিক ছবিতে অভিনয় করেন। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। কিন্তু নিজেকে উপস্থাপনের জন্য চরিত্র পান না বলেই ছোট পর্দায় ব্যস্ত রয়েছেন। ২০০১ সালে হুমায়ূন আহমেদের ‘ওপেনটি বায়োস্কোপ’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের দীর্ঘ পাঁচ বছর এ নির্মাতার বাইরে কারো সঙ্গে তিনি কাজ করেননি। পরবর্তীতে হাসিব উদ্দিনের নির্দেশনায় একটি শর্ট ফিল্মে কাজ করেন তিনি। এরপর থেকে বিভিন্ন নির্মাতা তাকে নিয়ে কাজ শুরু করেন বলে জানান। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক ধারাবাহিক নাটক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুমন আনোয়ারের ‘ইডিয়েট’, মীর সাব্বিরের ‘নোয়াশাল’, জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’, ফরিদুল হাসানের ‘কমেডি ৪২০’ ও আজাদ কালামের ‘বিরোধ’। আসছে ঈদের জন্যও তিনি কাজ শুরু করেছেন। এরইমধ্যে এনটিভির জন্য ‘ব্রেইন ওয়াশ’ শীর্ষক একটি মিনি সিরিয়ালের কাজ শেষ করেছেন। প্রতিটি ধারাবাহিকে এই গুণী অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এই সময়ের টিভি ধারাবাহিকের গল্পের মান নিয়েও এই অভিনেত্রী কথা বলেন। ভালো ধারাবাহিকের সংখ্যা কম বলেই মন্তব্য করেন তিনি। মিনিরা মিঠু আরো বলেন, আমাদের এখানে এখন অনেক ধারাবাহিক নির্মাণ হচ্ছে সত্যি। কিন্তু দর্শকের মনে দাগ কাটার মতো কাজের সংখ্যা বেশি নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status