দেশ বিদেশ

পর্নো তারকার কাছে দুই কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের আইনজীবীদের

মানবজমিন ডেস্ক

১৮ মার্চ ২০১৮, রবিবার, ১০:০৩ পূর্বাহ্ন

গোপনীয়তার চুক্তি ভঙ্গ করেছেন পর্নো তারকা স্টর্মি ডানিয়েলস। এমন দাবি করে তার কাছে দুই কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবীরা। তারা দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মি ডানিয়েলসের সঙ্গে চুক্তি হয়েছিল। ওই চুক্তির অধীনে ওই সম্পর্ক নিয়ে কোনো কথা প্রকাশ করা যাবে না। কিন্তু পর্নো তারকা ডানিয়েলস তা লঙ্ঘন করেছেন। কমপক্ষে ২০ বার তিনি ওই চুক্তি লঙ্ঘন করেছেন। স্টর্মি ডানিয়েলস দাবি করেছেন, ২০০৬ সালে তখনকার ব্যবসায়ী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্ক বেশ কয়েক মাস টিকে ছিল। এ বিষয়ে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন বলেছেন, তিনি ওই পর্নো তারকার মুখ বন্ধ রাখার জন্য তাকে এক লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেছেন। প্রথমেই যখন এসব কথা সামনে আসে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প ওই সম্পর্কের কথা বেমালুম অস্বীকার করেন। উল্লেখ্য, স্টর্মি ডানিয়েলসের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। এ মাসে তার আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি একটি মামলা করেছেন ট্রাম্পের বিরুদ্ধে। তার উদ্দেশ্য ওই চুক্তিকে ভেঙে দেয়া। তার আইনজীবী অ্যাভেনাত্তি বলেছেন, প্রেসিডেন্টের পক্ষে একটি আইনি প্রতিষ্ঠানের ওই ক্ষতিপূরণ মামলা করাটা অনাকাঙ্ক্ষিত। এটা স্টর্মি ডানিয়েলসের প্রতি আরো একটি বিষাক্ত আক্রমণ। ওই মামলাটি রাজ্য থেকে ফেডারেল কোর্টে স্থানান্তরের দাবি জানানো হয়েছে। তবে স্টর্মি ডানিয়েলসের আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি টুইটে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছেন, স্টর্মি ডানিয়েলসের সঙ্গে চুক্তিতে ট্রাম্পের অংশগ্রহণ ছিল না এবং তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। তাহলে আমার মক্কেলের বিরুদ্ধে কি করে ওই চুক্তির বিপরীতে দুই কোটি ডলার ক্ষতিপূরণ চাইতে পারেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওদিকে স্টর্মি ডানিয়েলস বলেছেন, ২০১৬ সালের ওই চুক্তিতে স্বাক্ষর করেন নি প্রেসিডেন্ট ট্রাম্প। তার অর্থ হলো ওই চুক্তিটি এখন অকার্যকর। উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের কথা প্রথম ২০১১ সলে ‘ইন টাচ’ ম্যাগাজিনের কাছে প্রকাশ করেন স্টর্মি ডানিয়েলস। কিন্তু তা প্রথমে এ বছরের শুরুতে জনগণের চোখের সামনে নিয়ে আসা হয়। এ সময় রিপোর্ট প্রকাশিত হয় যে, ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে মুখ না খুলতে তাকে অর্থ দেয়া হয়েছে।  এরপর ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন স্বীকার করেছেন। তিনি বলেছেন, তিনিই স্টর্মি ডানিয়েলসকে ব্যক্তিগতভাবে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছেন। তবে এই অর্থ পরিশোধের সঙ্গে ট্রাম্প বা তার কোম্পানি জড়িত নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status