খেলা

বিসিবি’র বিবৃতি

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ ২০১৮, রবিবার, ১০:০১ পূর্বাহ্ন

কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তপ্ত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবির বিবৃতিতে বলা হয়, নিদাহাস ট্রফিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের শেষের দিকের ঘটনা ছিল দুঃখজনক। ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের এমন ঘটনা অগ্রহণযোগ্য বলে মনে করে বিসিবি। ম্যাচের গুরুত্ব ও খেলাকালীন চাপ থেকে হয়তো এমন ঘটনার উৎপত্তি হয়ে থাকতে পারে, তবে চাপের মুখে দলের এমন ঘটনায় পোশাদারিত্বের প্রকাশ পায়নি। খেলাটির মর্ম সমুন্নত রাখতে নিজেদের দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলকে তাগিদ দেয়া হয়েছে। বিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মধ্যে দীর্ঘদিনের সমর্থন ও সহযোগিতামূলক সম্পর্কের ইতিহাস রয়েছে এবং দু’দলের খেলোয়াড়দের পারস্পরিক সুসম্পর্কে তা দৃঢ় হয়েছে আরো। আমরা চমৎকারভাবে আয়োজিত নিদাহাস ট্রফি আসরের চিত্তাকর্ষক সমাপ্তির অপেক্ষায় রয়েছি। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট হয়েছে যা বিশ্বজুড়ে দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে এবং এজন্য এসএলসি প্রশংসা প্রাপ্য। এমন আসরে অংশ নিতে পেরে বাংলাদেশ দল গর্বিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status