দেশ বিদেশ

সারা দেশে জাতির জনকের জন্মবার্ষিকী পালিত

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪১ পূর্বাহ্ন

সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হয়েছে। সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনসহ দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ প্রশাসনের কর্মকর্তারাও ফুলের শ্রদ্ধা জানান। এদিকে- গতকাল দুপুরে সিলেট জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম। জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি আই জি কামরুল আহসান, এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা প্রমুখ। ওদিকে- গতকাল বাদ যোহর হযরত শাহ্‌জালাল (রহ.) মাজার দরগাহে প্রাঙ্গণে সিলেট মহানগর যুবলীগ ও সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহ্‌ফিল অনুষ্ঠিত হয়। পরে শিরনি বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া মাহ্‌ফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, শ্যামল সিংহ, লাহিন আহমদ, আবদুর রব সায়েম, মুরাদ আহমদ মুরন, কলিন্স সিংহ, মিনহাজ চৌধুরী লিটন, ইমামুর রহমান লিটন, আমির হোসেন জুবেল প্রমুখ।
হবিগঞ্জ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে দিনব্যাপী পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় টাউন হল রোডস্থ জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, আনসার বিডিবি, জেলা আইনজীবী সমিতি, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। পরে হবিগঞ্জ জেলা প্রশাসনের ব্যানারে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও র‌্যালিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মুহাম্মদ আলী পাঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
গজারিয়া
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ শিশু সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে গতকাল সকালে রসুলপুর খেয়াঘাট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গজারিয়া উপজেলা সড়ক ধরে, উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

নরসিংদী
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. এটিএম মাহবুব-উল করিম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া, জেলা সেক্টর কমান্ডারস ফোরাম’৭১ সভাপতি আবদুল মোতালিব পাঠান ও সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা শিশুদের নিয়ে ৯৮ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উদযাপন করেন। পরে কেকটি পাঠিয়ে দেয়া হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে এমন কিছু সংখ্যক স্কুলে।
কুমিল্লা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে: কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে শিশু সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি বের ” বিপিএম, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. ওমর ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নগরীর বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। এর আগে আ ক ম বাহাউদ্দিন এমপির নেতৃত্বে নগর উদ্যানসংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ১১টায় নগরীর রানীর বাজার এলাকায় মহানগর আওয়ামী লীগের ব্যানারে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, মহানগর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিকদারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস।
গতকাল সকালে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নবাবগঞ্জ
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দগণ পরিবেশে র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৭ই মার্চ বেলা ১১ ঘটিকায় উপজেলা কমপ্লেক্স ও দোহার নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ব্বরে এসে আলোচনা সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর কৃষকলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
জাবি
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা সহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, অফিসার, কর্মচারীগণ অংশগ্রহণ করেন। ভিসির শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল এবং শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
টেকনাফ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” এ প্রতিপাদ্য নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির প্রমুখ।
খুলনা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল খুলনায় উদ্‌যাপিত হয়। এ উপলক্ষে নগরীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, শিশু সমাবেশ, বক্তৃতা, কবিতা পাঠ, রচনা, হাতের লেখা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মাহফিলসহ অন্যান্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে খুলনা শহীদ হাদিস পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, শিশু অতিথি মো. মাহাথি ইসলাম এবং ফাইরাজ মালিহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
নাটোর
নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। এ সময় সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের কান্দিভিটুয়া অস্থায়ী কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৭ই মার্চ সকালে শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-ছাত্রছাত্রীরা র?্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, এএসপি (সার্কেল) মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে এম নজরুল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন। এ সময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালায়ের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ নেতৃবৃন্দ। সকালে জেলা প্রশাসন এর আয়োজনে বের হয় আনন্দর‌্যালি ও শিশু সমাবেশ। এছাড়া মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলা সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
মধুপুর
মধুপুর (টাঙ্গাাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় গতকাল জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাপড়ি স্কুল অ্যান্ড কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাপড়ি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সবুজ, ইউপি সদস্য মো. আমজাদ হোসেন সরকার প্রমুখ।

দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক বর্ণাঢ্য র‌্যালি হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status