দেশ বিদেশ

আজ নির্বাচন

রাশিয়ায় উত্তেজনা নেই, পুতিনের জয় যেন নিশ্চিত

মানবজমিন ডেস্ক

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

আজ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু তা নিয়ে কোনো উত্তেজনা নেই। কারণ, ধরেই নেয়া হয়েছে চতুর্থ দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন ভ্লাদিমির পুতিন। তার সামনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বীও নেই। রাষ্ট্রীয় পরিচালনায় পোলস্টারের সর্বশেষ জরিপে বলা হয়েছে, শতকরা ৬৯ ভাগ ভোট পেতে চলেছেন পুতিন। রোববারের নির্বাচনে এসব ভোটার পুতিনকে ভোট দেয়ার ইচ্ছা পোষণ করেছেন। তাদের যুক্তি হলো, প্রার্থী বাছাইয়ে তাদের আস্থার মূলে হলো স্থিতিশীলতা। পুতিন সেটা দিতে পারবেন বলে তারা বিশ্বাস করেন। অন্যদিকে বহু তরুণ, যুবক ভোটার বিশ্বাস করেন রাশিয়ায় নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, নির্বাচনের আগে রাশিয়ার বিভিন্ন এলাকা সফর করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক ও ফটোগ্রাফাররা। তাতে তারা যা দেখতে পেয়েছেন তাতে, প্রেসিডেন্ট পুতিনের বিজয় নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে কেড়ে নেয়া ক্রাইমিয়াতেও এবার প্রথমবারে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। সেখান থেকে প্রকৌশলী আন্দ্রে লুকিনিখ বলেছেন, পুতিনই একমাত্র প্রার্থী, যিনি কঠিন সময়েও স্থিতিশীলতা ধরে রাখতে পারেন। মস্কোর শিক্ষার্থী ইউলিয়া ডুঝেভাও সমর্থন করছেন পুতিনকে। পুতিন ১৭ বছর ক্ষমতায় থেকে দেশে যে অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছেন তাতে ওই শিক্ষার্থী অভিভূত। কিন্তু অন্যরা বলেন ভিন্ন কথা। তারা বলেন, রাশিয়ায় পরিবর্তন প্রয়োজন। মস্কোর একজন একাউন্টেন্ট নাতালিয়া ডেমেনতিভা। তিনি ভোট দেবেন টিভি ব্যক্তিত্ব সেনিয়া সোবচাককে। সেনিয়া সোবচাক অন্য সাত প্রেসিডেন্ট প্রার্থীর অন্যতম। নাতালিয়া বলেন, রাশিয়ানরা আরো স্বাধীনতা সমর্থন করে। তাই পুতিনকে ভোট দেয়া উচিত নয়। এক্ষেত্রে সেনিয়া সোবচাককে বেছে নেবেন তিনি। কারণ, তিনি মিথ্যা বলেন না। তিনি এমন কিছু ইস্যু সামনে তুলে ধরেছেন যা সরকারের জন্য খুবই কঠিন। রাশিয়াকে শাসন করবে এমন পরবর্তী প্রজন্মের জন্ম হয়েছে ১৯৮২ থেকে ১৯৮৭ সালের মধ্যে। এমন অনেকে আছেন। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্স সেন্টারের ৯ই মার্চের জরিপ বলছে, রোববারের ভোটে সেনিয়া সোবচাক শতকরা মাত্র ২ ভাগ ভোট পেতে পারেন। কমিউনিস্ট পার্টির ধনাঢ্য ব্যক্তি পাভেল গ্রুডিনিন শতকরা ৭ ভাগ ভোট পাবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status