দেশ বিদেশ

দেশ অন্ধকার টানেলে প্রবেশ করেছে: মোশাররফ

স্টাফ রিপোর্টার

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী শাসন ও স্বৈরশাসনের কারণে দেশ অন্ধকার টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন এ দোয়া মাহফিলের আয়োজন করে। তিনি বলেন, ২০১৩ সালে জনগণের ভোটের তোয়াক্কা না করে বিনা ভোটে নির্বাচিত হয়েছে বর্তমান সরকার। এখন আবার নির্বাচন নিয়ে আরেকটি প্রহসন করতে চায়। জনগণের ওপর তাদের আস্থা নেই। তাই তারা সুষ্ঠু নির্বাচনেও যেতে চায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের এক নেতা মুখ ফসকে বলে ফেলেছেন- আগামী নির্বাচনের দূরভিসন্ধি ও প্রহসনের কথা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় আনুষ্ঠানিকতা মাত্র। তার মানে সব ম্যাকানিজম করে রেখেছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা ঘোষণা ও গেজেট বাকি আছে। তিনি একটু বেশি বলেন, এজন্য সত্যটাও বের হয়ে আসে। এর আগে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ কাউয়ার দল। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে টাকা-পয়সা যা কামায় করেছো তা নিয়ে পালানোর সময় পাবে না। আওয়ামী লীগ হাইব্রিডের দল।’ তিনি সব সময় বেশি বলার কারণে এভাবে সত্যি কথাগুলো বের হয়ে আসে। খন্দকার মোশাররফ বলেন, আগে আওয়ামী লীগ নিম্ন আদালত নিয়ন্ত্রণে নিয়েছিল। এখন উচ্চ আদালতও নিয়ন্ত্রণে নিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে। একই রকম ব্যাংক লুট হয়, শেয়ারবাজার লুট হয় অথচ সরকার কারো বিরুদ্ধে কিছু করতে পারে না। তিনি বলেন, সরকারের ধারণা ছিল খালেদা জিয়াকে কারাগারে রাখলে বিএনপি ভেঙে যাবে। কিন্তু সরকারের সেই পরিকল্পনা বুমেরাং হয়েছে। পরিকল্পনা তাদের বিরুদ্ধে গিয়েছে। বিএনপি ভাঙার পরিবর্তে অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজ উদ্দীন আহমদ বলেন, আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। কিন্তু বাংলাদেশেরও তো জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। মুক্তিযুদ্ধের শুরু হয়েছেও ক্যান্টনমেন্টের ভেতর। আবার যুদ্ধের জন্য যাদের পুরস্কৃত করা হয়েছে তারাও ক্যান্টনমেন্টের লোক বেশি। বাইরের লোকদের মধ্যে শুধু কাদের সিদ্দিকীর কথা বেশি শোনা যায়। তিনি বলেন, ক্ষমতাসীনরা ভেবেছিল খালেদা জিয়াকে কারাগারে পাঠালে হয়তো বিএনপি ভেঙে যাবে। আসলে হয়েছে তারা বিপরীত। বিএনপি আরো শক্তিশালী হয়েছে। এটি জনগণের দল, জনগণই দলকে রক্ষা করবে। এখন বলছে খালেদাকে দীর্ঘদিন কারাগারে রাখা হবে। কিন্তু সেই দীর্ঘদিন কত দিন হবে সেটাও তো আইনে বলা আছে। অনেকেই বলেন, বিএনপি যে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দিচ্ছে তাতে কি সরকার পতন করা সম্ভব? আমি বলব, এমন কর্মসূচিতেই সম্ভব। তবে যদি রক্তের প্রয়োজন হয় তবে বাঙালি সে চিন্তাও করতে ভুলবে না। আমাদের মুক্তিযুদ্ধ করার অভিজ্ঞতা আছে। তবে এখনো বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া রক্তাক্ত আন্দোলনের প্রয়োজন নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে এখন আওয়ামী লীগের শাসন চলছে না। আইন প্রয়োগকারী সংস্থার শাসন চলছে। পোশাকি বাহিনীর কারণে বিএনপির নেতাদের এখন কোনো নিরাপত্তা নেই। এমন একটা সময় আসবে যখন সাধারণ মানুষেরও নিরাপত্তা থাকবে না। কী আওয়ামী লীগ আর কী বিএনপির লোক। তিনি বলেন, আমরা এখন রাস্তায় নামলে সাধারণ জনগণ যে কয়জন দেখা যাবে তার চেয়ে বেশি দেখা যাবে পোশাকধারী ও সিভিল পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মার্কেটে গিয়ে যতগুলো পণ্য দেখবেন তার ভেতর অধিকাংশ দেখবেন একটি দেশের পণ্য। আগে আমরা জাপানি মোটরসাইকেল চালাতাম। এখন রাস্তায় প্রচুর মোটরসাইকেল দেখা যায় কিন্তু জাপানিগুলো বিলীন হয়ে গেছে। যত মোটরসাইকেল দেখা যায় তা একটি বিশেষ দেশের কোম্পানির। আমরা এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছি না। আওয়ামী লীগও স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতার স্বাদ পাচ্ছে কায়েমী স্বার্থবাদী একটি দেশ। স্মরণসভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ড. সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছড়াকার আবু সালেহ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status