খেলা

বিসিবির দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৮:৩৮ পূর্বাহ্ন

কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির বিবৃতিতে বলা হয়, নিদাহাস ট্রফিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের শেষের দিকের ঘটনা ছিল দুঃখজনক। ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের এমন ঘটনা অগ্রহণযোগ্য বলে মনে করে বিসিবি। ম্যাচের গুরুত্ব ও খেলাকালীন চাপ থেকে হয়তো এমন ঘটনার উৎপত্তি তবে চাপের মুখে দলের এমন ঘটনায় পোশাদারিত্বের প্রকাশ পায়নি। খেলাটির মর্ম সমুন্নত রাখতে নিজেদের দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলকে তাগিদ দেয়া হয়েছে। বিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মধ্যে দীর্ঘ দিনের সমর্থন ও সহোযোগিতামূলক সম্পর্কের ইতিহাস রয়েছে এবং দু’দলের খেলোয়াড়দের পারস্পরিক সুসম্পর্কে তা দৃঢ় হয়েছে আরো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status