অনলাইন

নাগিন নাচে ‘আসক্ত’ সারাদেশ

অনলাইন ডেস্ক

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৩:০৬ পূর্বাহ্ন

‘নাগিন নাচ’ শব্দটি শুনলেই মনে হয় বাংলা সিনেমার কোনো নাচের কথা বলা হচ্ছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি এটিই এখন বাংলাদেশের মানুষের ‘ট্রেডমার্ক’। পাঠক হয়তো ভাবছেন কি আবোল তাবোল  বলছে! না সত্যিই। ফেসবুক, টুইটার সর্বত্র এখন নাগিন নাচ নিয়ে ব্যস্ত। সবাই নাচের এই কৌশলে বেশ আসক্ত। কিভাবে এলো এই আসক্তি? খুব সহজ। গত কিছুদিনে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচে জেতার পর উদযাপনের অংশ হয়ে দাঁড়িয়েছে নাগিন নাচ। বিশেষত নাজমুল ইসলাম এই নাচের প্রচলণ শুরু করেছেন। খেলায় কেউ উইকেট পেলে বা নিজে উইকেট পেলে তিনি নাগিনের ‘স্টাইলে‘ নাচ শুরু করে দেন।

তারই  পথ অনুসরণ করছেন দলের খেলোয়াড় অন্যরাও। নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান তাড়া করতে নেমে ওই ম্যাচ জিতে মুশফিকুর রহীম নাগিনের নাচ দেখিয়েছেন। পরবর্তীতে কাল অঘোষিত সেমিফাইনালে ম্যাচ জিতে দলের সবাই নাগিন নাচ নেচে উদযাপন করেন। ক্রিকেটারদের এ উদযাপন কৌশল অনুসরণ করছেন সারাদেশের ক্রিকেটপ্রেমীরাও। গতকাল ম্যাচ শেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাই ওই নাগিন সেজে ছবি পোস্ট করেছেন। বলতে গেলে মুশফিক মাহমুদউল্লাহদের এই নাগিন নাচ রীতিমত ভাইরাল হয়ে গেছে। ফেসবুক, টুইটার সামনে নিয়ে বসলেই দেখা যাবে কেউ না কেউ নাগিন সেজে নিজের ওয়ালে ছবি শেয়ার করছেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status