বিনোদন

ইরফান খান জানালেন তার বিরলতম নিউরো এন্ডোক্রাইন টিউমার হয়েছে

কলকাতা প্রতিনিধি

১৭ মার্চ ২০১৮, শনিবার, ২:৪০ পূর্বাহ্ন

বিশিষ্ট অভিনেতা ইরফান খান কয়েকদিন আগে স্যোসাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, তিনি বিরলতম রোগে আক্রান্ত। এর বেশি কিছু তিনি সে সময় বলেন নি। এই ঘোষণার পর প্রবল আশঙ্কা প্রকাশ করেছিলেন সকলে। নানা ধরণের গুঞ্জন শুরু হয়েছিল। এরপর ইরফানের স্ত্রী সুতপাও ফেসবুকে গুজব বন্ধ করে  তাদের এই লড়াই জিতে আসার জন্যে শুভেচ্ছা জানাতে বলেন সকলকে। অবশেষে সমস্ত গুজব ও গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবারই ইরফান টুইট করে জানিয়েছেন তার আসল রোগটির কথা। তিনি এক আবেগঘন বিবৃতিতে জানিয়েছেন, তার নিউরো এন্ডোক্রাইন টিউমার হয়েছে। তিনি বলেছেন, এইমুহূর্তে তিনি কঠিনতম সময়ের মধ্যে দিয়ে চলেছেন। বিদেশে গিয়েছেন এই জীবনযুদ্ধ জিততে। তিনি তার টুইটে লিখেছেন, জীবনের কোনও দায়বদ্ধতা নেই। কেউ জীবনকে যেমনভাবে চাইবেন, যা আশা করবেন, সেটাই পাবেন। কিন্তু আচমকা ঘটে যাওয়া বিভিন্ন নেতিবাচক অধ্যায়ই আমাদের মানুষ হিসেবে আরও পরিণত করে। তবে কঠিন সময় কাছের মানুষের ভালবাসা, সমর্থন যে কোনো বড় বাধাকে অতিক্রমের শক্তি যোগায়। তিনি জানিয়েছেন, নিউরো মানেই সবসময় মস্তিষ্ক সম্পর্কিত নয়, এবং গুগল করে সবসময় সববিষয়টা জানাও যায় না। ইরফান আশা প্রকাশ করে লিখেছেন, তিনি ফের জীবনের ছন্দে ফিরবেন এবং ফিরে এসে আরও অনেক গল্প বলবেন তার ফ্যানদের। ইরফান বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকির ছবিতে অভিনয় করেছেন। ফলে বাংলাদেশেও তার অসংখ্য ফ্যান রয়েছে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের এন্ডোক্রাইন সিস্টেম তৈরি হয় সেই সমস্ত কোষ দিয়ে যা থেকে হরমোন  তৈরি হয়। হরমোন হলো সেই রাসায়নিক পদার্থ যা রক্তের মধ্যে দিয়ে বয়ে আসে। হরমোনের শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আর টিউমার তখনই তৈরি হয়, যখন একটি সুস্থ কোষ পরিবর্তিত হয়ে নিয়ন্ত্রণের বাইরে বৃদ্ধি পায়। এরফলে তৈরি হয় একটি মাংস পিন্ড। এন্ডোক্রাইন টিউমার হতে পারে ফুসফুস, গ্যাস্ট্রোইন্টেসটিনাল ট্র্যাক ও আরও কয়েকটি জায়গায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status