খেলা

তাদের আমি খেলতে বলছিলাম : সাকিব

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০১৮, শনিবার, ১:১৭ পূর্বাহ্ন

নিঃসন্দেহে শুক্রবার রাতটি বাংলাদেশ দল অনেকদিন মনে রাখবে। এদিন নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয়টি টাইগারদেরই অন্যতম সেরা পারফরম্যান্স। এ ম্যাচ জেতায় আগামীকাল ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। এদিন খেলা নিয়ে মাঠে দু'দলের মধ্যে উত্তেজনাও ছড়িয়েছিল অনেক বেশি। এমনকি অধিনায়ক সাকিব আল হাসান নির্দেশও দিয়েছিলেন ম্যাচ শেষ না করে দলকে মাঠ ছাড়ার। দল মাঠ ছেড়েছে ঠিকই, তবে জয় নিয়েই। তাই ম্যাচ শেষে সাকিব বলেন তার নির্দেশকে মাঠ ছাড়ার কিংবা মাঠে থাকার- দু'ভাবেই ব্যাখ্যা করা যায়। শুক্রবার শ্বাসরুদ্ধকর এ ম্যাচ ১ বল হাতে রেখেই ২ উইকেটের জয় এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিও ইনিংসে। তবে ম্যাচের শেষ ওভারের প্রথম দুই বলে লঙ্কান পেসার ইসুরু উদানা বাউন্সার দিয়েছিলেন। দ্বিতীয়টির পর লেগ আম্পায়ার নো-বল ডেকেও পরে সিদ্ধান্ত বাতিল করেন। এ নিয়ে মাঠের দুই আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন মাহমুউল্লাহ। মাঠে পানীয় নিয়ে আসা একজন বাংলাদেশি অতিরিক্ত খেলোয়াড়কে ধাক্কা দেন লঙ্কানরা। এই দুই ঘটনা মিলেই ক্ষেপে যান সাকিব। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দলকে হাত নাড়িয়ে নির্দেশ দেন মাঠ ছাড়ার। জয়ের পরও একদফা অপ্রীতিকর ঘটনা ঘটেছে দুই দলের মধ্যে। তাই ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাকিবকে সেই আচরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখুন চাইলে ব্যাপারটির ব্যাখ্যা দু'ভাবেই দেয়া যায়। আমি তাদের ফিরতে বলিনি। খেলতে বলছিলাম। এটার ব্যাখ্যা দুই দিকেই দেয়া যায়। কোন ব্যাখ্যাটা দেবেন তা নির্ভর করছে আপনি ঘটনাটিকে কিভাবে দেখছেন এর ওপর। এটা নিয়ে কথা না বলে আমার মতে ম্যাচ নিয়ে কথা বলাটাই যথার্থ। তবে আমি আশাবাদী ম্যাচে ঘটে যাওয়া ঘটনা দুই দেশের ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে সম্পর্কের ভাঙন ধরাবে না। মাঠের ব্যাপার মাঠেই থাকা ভাল। সত্যি বলতে আমরা শুধু ক্রিকেটাররা না। দুই দেশের বোর্ডেরও এক অপরের সঙে খুব ভালো সম্পর্ক রয়েছে। অনেকে লঙ্কানই বিপিএল সহ আমাদের লিগগুলোয় খেলে। আমি নিশ্চিত দুই দলই ঘটনাগুলো সঠিকভাবে অনুধাবন করবে। মাঠের ঘটনা মাঠের বাইরের সম্পর্ককে নষ্ট করবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status