খেলা

আবেগ কমিয়ে আরো সতর্ক হবেন সাকিব

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০১৮, শনিবার, ১২:৫৪ অপরাহ্ন

কি রাগটাই না দেখিয়েছেন সাকিব আল হাসান! দলকে মাঠ ছেড়ে চলে আসতে বলেছিলেন নিজেদের ইনিংসের ১৯.২ ওভার পর। তখনো জিততে চার বলে ১২ রান দরকার বাংলাদেশের। তখন মাহমুদউল্লাহ মাঠ ছেড়ে চলে আসলে বাংলাদেশ নিদাহাস ট্রফিতে হতো ডিসকোয়ালিফাইড। ফাইনালে আর খেলার সুযোগই থাকতো না। তবে মেজাজ ঠান্ডা করে পরের ৩ বলে মাহমুদউল্লাহ মিলিয়েছেন ১২ রানের সমীকরণ। শুক্রবার কলম্বোতে তাই স্বাগতিক শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ। রোববার ভারতের বিপক্ষে খেলবে শিরোপা লড়াইয়ের ম্যাচে। কিন্তু ম্যাচের শেষে টাইগার অধিনায়ক সাকিব নিজের ভুল স্বীকার করে বলেন, ভবিষ্যতে আরো সতর্ক হবেন তিনি। ম্যাচশেষে পুরস্কার বিতরণীর সময় লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরা যা ঘটেছে তার জন্য 'স্যরি' বলেছেন। আর সাকিবের কণ্ঠেও ছিল দুঃখ প্রকাশের সূর। তিনি বলেন, আসলে টি-টোয়েন্টি ম্যাচে এর চেয়েও উত্তেজনা দেখা যায়। আমরা সবসময় স্বাস্থ্যকর প্রতিযোগিতা করি মাঠে কিন্তু মাঠের বাইরে আমরা বন্ধু। এরপরই নিজের মেজাজ ও আবেগের কথা টেনে সাকিব বলেন, একটু বেশিই আবেগ প্রবণ হয়েছিলাম। দলের নেতা হিসেবে আমাকে আরো সতর্ক হতে হবে। পরেরবার আমি আরো সতর্ক হবো। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে মোস্তাফিজকে বাউন্সার দেন উদানা। পরের বলটি তারও চেয়ে সামান্য উপরে। মোস্তাফিজ মাহমুদউল্লাহকে স্ট্রাইক দিতে ছুটে গিয়ে হন রানআউট। পরপর দুই বল বাউন্সার। কিন্তু আম্পায়ার দেন রান আউট! এরপরই ক্ষেপে যান সাকিব। উঠে আসেন বাউন্ডারি লাইনের কাছে। তার সঙ্গে অন্য খেলোয়াড়রা। তুমুল উত্তেজনা খেলা বন্ধ। এর মধ্যে বাংলাদেশের দুজন খেলোয়াড় মাঠে গেছেন পানি নিয়ে। সাথে বার্তাও। তাদের তর্কে জড়ান লঙ্কান দুই খেলোয়াড়ের সঙ্গে। পরে মাহমুদউল্লাহও তর্কে জড়ান ফিল্ড আম্পায়ারের সাথে। ৫/৬ মিনিট খেলা বন্ধ। সাকিব বারবার মাহমুদউল্লাহদের মাঠ ছেড়ে চলে আসতে বলেন। শেষে রেগে মেগে ড্রেসিং রুমে চলে যান। কিন্তু এরপরই মাহমুদউল্লাহ চার, দুই ও ছক্কায় হিসেব মিলিয়ে ফেলেন ১ বল হাতে রেখে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status