অনলাইন

শাহজালালে ময়লার ঝুড়ি থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার

অনলাইন ডেস্ক

১৭ মার্চ ২০১৮, শনিবার, ১১:৫৯ পূর্বাহ্ন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ময়লার ঝুড়ি থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমসের কর্মকর্তারা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের একটি দল বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান করছিল। পরবর্তীতে ৯ নম্বর বোর্ডিং ব্রিজের কাছাকাছি এলাকায় একটি টয়লেটের ময়লার ঝুড়ি থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status