বিনোদন

বাবাকে নিয়ে গান করলেন ঐন্দ্রিলা

স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০১৮, শনিবার, ১১:১৬ পূর্বাহ্ন

২০০১ সালে বাবার (প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ) হাত ধরে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন ঐন্দ্রিলা। বুলবুল আহমেদ নির্দেশিত রবিন্দ্রনাথের ‘সুভা’ নাটকে তাকে প্রথম নায়িকা চরিত্রে দেখা যায়। এবার বাবাকে নিয়ে ‘উত্তরসূরি’ শিরোনামের একটি গান লিখলেন তিনি। একইসঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন এই গ্ল্যামারসকন্যা। গানটিতে সুর দিয়েছেন মুরাদ নূর ও ঐন্দ্রিলা। সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। শুক্রবার এই অভিনেত্রী গানটিতে কণ্ঠ দিয়েছেন জানান। ঐন্দ্রিলা বলেন, বাবার কারণেই আজ আমি এতটুকু আসতে পেরেছি। আমি তারই উত্তরসূরি। আমি জাত অভিনেত্রী, গায়িকা নই। একান্ত নিজের জন্য গান গাই।  বাবাকে নিয়ে ফেসবুকে লেখা কবিতাই নূর সুরের কথা বললো, আমিও সানন্দে রাজি হলাম। তারই স্বপ্নের ফসল উত্তরসূরি। পৃথিবীর সকল বাবাদের জন্য গানটি করা। তাই বিশ্বাস করি আমার মতো সকল শুদ্ধ সন্তানেরই গানটি ভালো লাগবে। এই পর্দাকন্যা গানের তালিম নিয়েছেন ওস্তাদ সঞ্জীব দে ও সাদী মহম্মদের কাছে। এর আগে ‘অটুট বন্ধন’ ‘এক ঝলক আলো’ ও পরমিতার দিন-রাত্রিসহ বেশ কিছু নাটক-টেলিফিল্ম ও চলচ্চিত্রে গান করেছেন তিনি। এদিকে সম্প্রতি ঐন্দ্রিলা তার বাবার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ত্রয়ী চিত্রম’ আবার শুরু করেছেন। এখান থেকে ‘ছোট ছোট আশা’ নামের এ নাটকের কাজ শেষ করেছেন তিনি। এটি রচনা করছেন ঐন্দ্রিলা নিজে। পরিচালনা করেছেন পৃথু রাজ। নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন সজল। ঐন্দ্রিলা বলেন, এই প্রযোজনা প্রতষ্ঠানের সঙ্গে বাবার অনেক স্মৃতি আছে। এটি পুনর্জীবিত করাটাও আমার জন্য অনেক আবেগের। এখন থেকে নিয়মিত নাটক টেলিছবি নির্মাণে প্রচেষ্টা থাকবে। দীর্ঘ ১০ বছর পর গেল বছরের শেষের দিকে ঐন্দ্রিলা ‘বিলাভড’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে আবার অভিনয়ে ফেরেনে। এটিতে তিনি জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে। ভালোবাসা দিবসে প্রচারিত এই নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status