বিনোদন

দায়বোধ থেকে ‘জাগো বাংলাদেশ’ নিয়ে মোশাররফ করিম

স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০১৮, শনিবার, ১০:৩০ পূর্বাহ্ন

‘একটু বড় করে দেখলেই আসলে ভালো হয়। এটা আসলে দায়বোধ থেকে করা। তা না হলে করতাম না। উপস্থাপনা করার জন্য অনেকে অনেক সময় বলেছে, আমার মনে হয়েছে ঠিকঠাকমতো তা করতে পারব না। এটার ক্ষেত্রে মনে হয়েছে যে আমি যদি ঠিকঠাকমতো করতে না-ও পারি, আমি যদি ঠিকঠাকমতো কথা বলতে না-ও পারি, যেসব যোগ্যতা লাগে, তা যদি না-ও থাকে, আমি শুধু কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে কাজ হবে। আমার একটা দায়িত্ব পালন।’-কথাগুলো গত শুক্রবার বিকেল ৫টায় চ্যানেল টুয়েন্টি ফোরের অফিসে বসে বলছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবারই প্রথম ভিন্নধর্মী একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। নারী নির্যাতন, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, বৃহন্নলা, পরিবেশদূষণসহ নানা সমস্যা নিয়ে চ্যানেল টোয়েন্টিফোরে আজ রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে এ অনুষ্ঠান। নাম ‘জাগো বাংলাদেশ’। ১৩ পর্বের এ অনুষ্ঠানের পরিচালক আরিফ এ আহনাফ। অনুষ্ঠানটির প্রচার উপলক্ষে ক্রবার বিকেলে চ্যানেলটির তেজগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status