দেশ বিদেশ

আওয়ামী লীগ প্রতারণায় চ্যাম্পিয়ন: মওদুদ

স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগ প্রতারণায় চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বর্তমান সরকারের কোনো নৈতিকতা নেই। তারা নির্বাচন নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করছেন। তারা একদিকে বলেন বিএনপি নির্বাচনে আসুক, আমরাও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আবার বিএনপিকে কোথাও সভা-সমাবেশ করতে দেয় না। আসলে তারা একটি প্রতারক। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ নামের একটি সংগঠনের আয়োজনে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক প্রতিবাদ সভাটিয় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করে দিয়ে একটি কৃত্রিম বিরোধী দল সৃষ্টি করে নির্বাচন করতে চায় তারা। এই জন্য নির্বাচন নিয়ে সরকার প্রতারণা করছে। তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না। তারা চায় না বিএনপি নির্বাচনে আসুক। কারণ, তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি। আমরা বলতে চাই, এসব কৃত্রিম বিরোধী দল সৃষ্টি করে লাভ হবে না। বিএনপি একমাত্র দল, যারা নির্বাচন করে জয়লাভের ক্ষমতা রাখে।
মওদুদ আহমদ বলেন, বিএনপি ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। তারপরও তারা বলে বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু কাজেকর্মে কি করছেন? মাঠ পর্যায়ে কি করছেন? বিএনপি টিকে আছে মাঠপর্যায়ের নেতাকর্মীদের ওপর নির্ভর করে। কিন্তু আমাদের মাঠপর্যায়ের নেতাকর্মীদের হাত পা শক্ত করে বেঁধে বলছেন এখন আপনারা সাঁতার কাটেন। বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী এখন জেলখানায়। যারা আন্দোলনে নেতৃত্ব দেবে তাদের মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বিএনপি’র গ্রামপর্যায়ের কোনো কর্মী রাতে বাড়িতে থাকতে পারে না। ঈদ করবে, বোনের বিয়েতে থাকবে; তাও পারে না। ভোট চাওয়ার জন্য যে কোনও প্রতিশ্রুতি দেখানোই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে মওদুদ বলেন, প্রধানমন্ত্রী দলের সভানেত্রী হিসেবে ভোট চাইতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে সরকারি খরচে নির্বাচনী প্রচারণা করতে পারেন না। অন্যদিকে তিনি ভোট চাইলে সভানেত্রী হিসেবে ভোট চাওয়ার অধিকার বিরোধী দলকেও দিতে হবে। এ সময় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কোমরে কোনো জোর নেই। তাদের ন্যূনতম সাহস নেই। একটি দল সরকারি খরচে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচারণা করে, আর এই কমিশনের কিছুই করার থাকে না।
বিচার বিভাগের স্বাধীনতা এই সরকার ছিনিয়ে নিয়েছে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আজকে দেশের বিচার বিভাগের স্বাধীনতা খাতা-কলমে আছে কিন্তু বাস্তবে নেই। বিচারকদের মুক্তমনে বিচার করার শক্তি থাকার কথা থাকলে এখন সেটা আছে বলে আমি মনে করি না। তিনি দাবি করেন, এই সরকার বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে বড় ক্ষতি করেছে। বিচার বিভাগের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে নানা কলাকৌশলে। সাবেক এই আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। তারা স্বৈরাচার পছন্দ করে না। স্বৈরাচারের বিরুদ্ধে তারা রাজপথে নেমে আন্দোলন করে। আমরা ১৯৬৯ সাল দেখেছি, ১৯৬২ সাল দেখেছি। দেশ স্বাধীন হওয়ার পর এরশাদবিরোধী আন্দোলন দেখেছি। শেষ পর্যন্ত জনগণের বিজয় হয়। তাই যতই কলাকৌশল করেন না কেনো বেগম জিয়ার কারামুক্তি যতই বিলম্বিত করেন না কেনো বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে আসবেন। বাংলাদেশে গণতন্ত্র আবার তারই নেতৃত্বে ফিরে আসবে ইনশাআল্লাহ্‌।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, এলডিপি’র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status