খেলা

খাদের কিনারে মোহামেডান

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

হার নিয়ে সুতোয় ঝুলে পড়লো মোহামেডানের ভাগ্য। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারায় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। এতে সুপার সিক্স পর্বের সম্ভাবনা উজ্জ্বল হলো খেলাঘরের। আর সুপার সিক্স পর্বের সম্ভাবনা ধূসর হওয়ার সঙ্গে মোহামেডানের সামনে রেলিগেশন পর্বে নেমে যাওয়ার হুমকি। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে মোহামেডান। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে ১৮১ রানে গুঁড়িয়ে যায় মোহামেডানের ইনিংস। ওপেনার জনি তালুকদার করেন ৫৫ রান। অপর ওপেনার এনামুল হকের (২) ব্যাট থেকে আসে ৩২। লজ্জা বাড়তে পারতো মোহামেডানের। ৯ নম্বরে ব্যাট হাতে ৩৪ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। খেলাঘরের বল হাতে ১০ ওভারের স্পেলে ৩০ রানে চার উইকেট নেন ২৫ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম। অপর বাঁ-হাতি স্পিনার মইনুল ইসলাম ৮ ওভারের স্পেলে মাত্র ১৪ রানে নেন দুই উইকেট। জবাবে অমিত মজুমদারের ৭৬ ও ভারতীয় ব্যাটসম্যান অশোক মেনারিয়ার ৫৪ রানে ভর করে ৫১ বল হাতে রেখে টার্গেট পার করে খেলাঘর। ২১তম ওভারে দলীয় ৭৫ রানে খেলাঘরের তৃতীয় উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের সম্ভাবনা জাগায় মোহামেডান। তবে চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়ে মোহামেডানের আশা গুঁড়িয়ে দেন মেনারিয়া-মজুমদার। মোহামেডানের বল হাতে দুটি করে উইকেট নেন পেসার কাজী অনিক ও ভারতীয় তারকা গুরিন্দর সিং। সুপার সিক্স পর্বের আশা জিইয়ে রাখতে শেষ ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে জয় ছাড়াও অন্য ম্যাচের ফলের দিকে চোখ রাখতে হবে মোহামেডানকে। আর কলাবাগানের কাছে হেরে গেলে মোহামেডান নেমে পড়বে রেলিগেশন লড়াইয়ে। প্রিমিয়ার ডিভিশনে টিকে থাকতে পয়েন্ট তালিকার তলানির তিন দল খেলবে লেলিগেশন পর্বে। মিরপুরে টস জিতে ব্যাটিং বেছে নেন মোহামেডান অধিনায়ক শামসুর রহমান শুভ। শুরুটা খারাপ ছিল না তাদের। ১১.৫ ওভারে মোহামেডানের ওপেনিং জুটির সংগ্রহ ছিল ৭১ রান। তবে পরে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে বিপদে পড়ে তারা। রনি তালুকদার ১, রকিবুল হাসান ১, ইরফান শুকুর ৪ ও সাঈদ সরকার সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩ রানে। আর ৯ নম্বরে ব্যাট হাতে ৩৮ বলে ৩৪ রান করেন তাইজুল ইসলাম। শামসুর রহমান ও গুরিন্দর সিংয়ের ব্যাট থেকে আসে সমান ২০ রান। এবারের ঢাকা লীগে ১০ ম্যাচে খেলাঘরের সংগ্রহ ১২ পয়েন্ট। আসরে নিজেদের শেষ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেলে সুপার সিক্স পর্বে উঠে যাবে খেলাঘর। তবে হারলেও সম্ভাবনা থাকবে তাদের। সেক্ষেত্রে তাদের নজর রাখতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। আসরে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন খেলাঘরের ভারতীয় তারকা অশোক মেনারিয়া। ১০ ম্যাচে ৮৪.৫০ গড়ে মেনারিয়ার সংগ্রহ ৫০৭ রান। আসরে ৫০-ঊর্ধ্ব রানের ইনিংস খেললেন তিনি এ নিয়ে সাতবার। বল হাতে ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন মোহামেডানের তরুণ পেসার কাজী অনিক। ২৮ উইকেট নিয়ে আবাহনীর পেস তারকা মাশরাফি বিন মুর্তজা আসরের সফল বোলারের তালিকায় শীর্ষে রয়েছেন।
ডিপিডিএল তালিকা
দল ম্যাচ জয় হার প. নেট রান
আবাহনী ১০ ৭ ৩ ১৪ +০.৭৬৬
রূপগঞ্জ ১০ ৭ ৩ ১৪ +০.৫০০
দোলেশ্বর ১০ ৬ ৩ ১৩ -০.০৪৯
খেলাঘর ১০ ৬ ৪ ১২ -০.২০০
শাইনপুকুর ১০ ৫ ৫ ১০ +০.২৬৩
শেখ জামাল ১০ ৫ ৫ ১০ +০.১০৯
প্রাইম ব্যাংক ১০ ৫ ৫ ১০ +০.১০৮
গাজী গ্রুপ ১০ ৫ ৫ ১০ -০.১২৮
মোহামেডান ১০ ৪ ৫ ৯ -০.০৮৮
ব্রাদার্স ১০ ৪ ৬ ৮ -০.১১৫
অগ্রণী ব্যাংক ১০ ৩ ৭ ৬ -০.৪১১

সংক্ষিপ্ত স্কোর
টস: মোহামেডান, ব্যাটিং
মোহামেডান: ৪৫.৪ ওভার; ১৮১ (জনি ৫৫, তাইজুল ৩৪, তানভির ৪/৩০, মইনুল ২/১৪)।
খেলাঘর সমিতি: ৪১.৩ ওভার; ১৮২/৪ (অমিত ৭৬, মেনারিয়া ৫৪*, অঙ্কন ২৪, অনিক ২/৩৩।
ফল: খেলাঘর ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানভির ইসলাম
টস: রূপগঞ্জ, ফিল্ডিং
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৮.১ ওভার; ১৭৮ (মিজানুর ৬৩, দেবব্রত ৩১, আসিফ ৪/২৩, শহীদ ৪/৪১)।
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৩৭.৩ ওভার; ১৮৩/৩ (মজিদ ৯৪*, নাঈম ৩৬, শাখাওয়াত ১/২৯, শুভ ১/৪১)।
ফল: রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আবদুল মজিদ (রূপগঞ্জ)
কলাবাগান-শেখ জামাল
টস: কলাবাগান, ফিল্ডিং
শেখ জামাল: ৪৯.৫ ওভার; ২৬৩ (রাকিন ৭১, তানভির ৬১, আবুল হাসান ৩/৪৫)। কলাবাগান কেসি: ৪৭.৩ ওভার; ১৯০ (মুক্তার ৫১, আবুল হাসান ৩২, ইলিয়াস ৪/৩৬)।
ফল: শেখ জামাল ৭৩ রানে জয়ী
ম্যাচসেরা: রাকিন আহমেদ

শেষ রাউন্ডের লাইনআপ
আবাহনী-শাইনপুকুর
মোহামেডান-কলাবাগান
গাজী গ্রুপ-দোলেশ্বর
প্রাইম ব্যাংক-খেলাঘর
শেখ জামাল-ব্রাদার্স
রূপগঞ্জ-অগ্রণী ব্যাংক
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status