খেলা

শীর্ষে মজিদ স্বস্তি রূপগঞ্জ ও শেখ জামালের

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

দশম রাউন্ডের অপর ম্যাচে গতকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো লিজেন্ডস অব রূপগঞ্জ। আবাহনী ও রূপগঞ্জের সংগ্রহ সমান ১৪ পয়েন্ট। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি-৩) মাঠে আগে ব্যাটিংয়ে ১৭৮ রানে গুঁড়িয়ে যায় ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার মিজানুর রহমান। রূপগঞ্জের বল হাতে চারটি করে উইকেট নেন পেসার মোহাম্মদ শহীদ ও বাঁ-হাতি স্পিনার আসিফ আহমেদ। জবাবে ১২.৩ ওভার অব্যবহৃত রেখে টার্গেট পার করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৯৪ রানে অপরাজিত থাকেন ওপেনার আবদুল মজিদ। এতে চলতি আসরে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে ওঠেন তিনি। আসরে ১০ ম্যাচে মজিদের সংগ্রহ ৫৩৬ রান। গতকাল নিজের উইকেট দেয়ার আগে ৩৬ রান করেন রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। এতে ৫০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করেন নাঈমও। ১০ ম্যাচে নাঈমের সংগ্রহ দ্বিতীয় সর্বাধিক ৫২৫ রান। গতকাল আসরের অপর ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়ে সুপার সিক্স পর্বের আশা জীবিত রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। ফতুল্লা খান সাহেব ওসমান আলী মাঠে টস জিতে শেখ জামাল ধানমন্ডিকে ব্যাটিংয়ে পাঠান কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাহমুদুল হাসান। আর রাকিন আহমেদ ও তানভির হায়দারের জোড়া অর্ধশতকে ২৬৩ রানে পৌঁছে শেখ জামালের সংগ্রহ। জবাবে ১৯০ রানে গুঁড়িয়ে যায় কলাবাগান। ১০ ওভারের স্পেলে ৩৬ রানে চার উইকেট নেন বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status