খেলা

কোয়ার্টারেই মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গত আসরের দুই ফাইনালিস্ট এবার মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালেই। গতকাল বিকালে সুইজারল্যান্ডের নিয়নে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলো ইউরোপের সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতার শেষ আটে কোন ক্লাব কার মোকাবিলা করবে। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আর রানার্স আপ জুভেন্টাসের যে কোনো একটিকে এবার সেমিফাইনালের আগেই বিদায় নিতে হচ্ছে। গতবার কার্ডিফে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারায় জুভেন্টাসকে।
আর ইংল্যান্ডের দুটি দলের মধ্যে একটি সেমিফাইনালে খেলতে পারবে। কারণ কোয়ার্টার ফাইনালেই মোকাবিলা হবে ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের। এতে নিশ্চিত যে ইংল্যান্ডের সমর্থকরা সেমিফাইনালেও সমর্থন করার মতো দল পাচ্ছে। এর আগে ২০১০-১১তে ইংল্যান্ডের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেবার জয় পেয়েছিল ম্যানইউ। এর আগে লিভারপুল ইউরোপিয়ান আসরে আরো ছয় দলকে মোকাবিলা করেছে।
ওদিকে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার সামনে এবার আরেক ইতালিয়ান জায়ান্ট রোমা। আর স্প্যানিশ দল সেভিয়ার মোকাবিলা হবে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। সব ঠিক থাকলে সেমিফাইনালের তিন দলই হতে পারে স্পেনের।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা হবে এপ্রিলের ৩-৪ তারিখে আর ফিরতি লেগ হবে পরের সপ্তাহে ১০-১১ই এপ্রিলে।
লিভারপুল এবার একমাত্র যারা ইংলিশ লীগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে। প্রথম দেখায় নিজেদের মাঠে ৫-০ গোলে জেতে ম্যান সিটি। আর ফিরতি দেখায় ১৪ই জানুয়ারি অ্যানফিল্ডে ম্যানসিটি হার মানে ৪-৩ গোলে। দুই কোচের মধ্যে ইয়ুর্গেন ক্লপ অন্য সব কোচের বেশি পাঁচবার গার্দিওলার বিপক্ষে জয় পেয়েছেন। ৪ঠা এপ্রিল খেলা হবে অ্যানফিল্ডে আর ১০ই এপ্রিল হবে ম্যানচেস্টারে।
কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
বার্সেলোনা: রোমা
সেভিয়া: বায়ার্ন মিউনিখ
জুভেন্টাস: রিয়াল মাদ্রিদ
লিভারপুল: ম্যানসিটি
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status