খেলা

আরেক হাতছানি ফেদেরারের

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ইন্ডিয়ান ওয়েলসে জয় নিয়ে বছরের শুরুর সাফল্যে নিজের রেকর্ড স্পর্শ করলেন রজার ফেদেরার। এতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান অক্ষুণ্ন রইলো এ সুইস তারকার। এবং তার সামনে আরেক রেকর্ডের হাতছানি। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিস আসরের সেমিফাইনালে পৌঁছলেন রজার ফেদেরার। গতকাল ক্যালিফোর্নিয়ায় বিএনপি পারিবাস ওপেনের পুরুষ এককে দক্ষিণ কোরিয়ার চুং হিউনের বিপক্ষে দাপুটে নৈপুণ্যে ৭-৫ ও ৬-১ গেমে জয়ী হন ফেদেরার। ক্যালিফোর্নিয়ায় এবার শিরোপা জিতলে এখানে সাফল্যে সাবেক এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচকে ছাড়িয়ে যাবেন তিনি। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিসে সর্বাধিক ৫ বার শিরোপার স্বাদ নিয়েছেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচ। সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বোরনা কোরিচ। বিশ্বের ২৬তম খেলোয়াড় চুংয়ের বিপক্ষে প্রথম সার্ভে ৭০% পয়েন্ট পান ফেদেরার। এতে ফেদেরার হাঁকান ১২টি এইস। ইন্ডিয়ান ওয়েলসের বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরারের এটি চলতি বছরে ১৬তম জয়। কোনো বছরের শুরুর সাফল্যে নিজের রেকর্ড স্পর্শ করলেন সর্বাধিক ২০ বারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী ৩৬ বছর বয়সী এ সুইস তারকা। ২০০৬ সালে শুরুর ৩৪ ম্যাচের ৩৩টিতে জয় পান ফেদেরার। ২০০৬ মৌসুমে চার গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছে তিনটিতে শিরোপার গৌরব কুড়ান ফেদেরার। কেবল ফরাসি ওপেনের ফাইনালে চার সেটের লড়াই শেষে স্প্যানিয়ার্ড তারকা রাফায়েল নাদালের কাছে হার দেখেন তিনি। চারটি এটিপি মাস্টার্স শিরোপা জয়সহ সে বছর ফেদেরারের হারজিতের রেকর্ড ছিল ৯২-৫।
টেনিসে কোরিয়া-জাপান লড়াই
২০১৪’র ইউএস ওপেনের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচের বিপক্ষে জয় কুড়ান জাপানি তারকা কেই নিশিকোরি। এতে পুরুষ একক টেনিসে এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম আসরের ফাইনালের কীর্তি গড়েন তিনি। ইতিহাসের প্রথম এমিয়ান খেলোয়াড় হিসেবে এটিপি ট্যুর ফাইনালসে খেলার কৃতিত্বটাও নিশিকোরির। তবে এই মুহূর্তে স্পট লাইট কোরিয়ান তারকা চুং হিউনের ওপর। এবারের ইন্ডিয়ান ওয়েলস আসর শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে এশিয়ান খেলোয়াড়দের মধ্যে সেরা ২৫তম স্থানে (১৫৯৫ রেটিং) ছিলেন কেই নিশিকোরি। আর চুং হিউন ছিলেন ২৬তম স্থানে (১৫৬৭ রেটিং)। তবে ইন্ডিয়ান ওয়েলসের সাফল্য শেষে র‌্যাঙ্কিংয়ে নিশিকোরিকে টপকে গেলেন চুং হিউন। ফেদেরারের বিপক্ষে চলতি বছর এটি চুং হিউনের দ্বিতীয় হার। তবে সর্বশেষ সাক্ষাতে চুংয়ের স্মৃতিটা আলাদা হতাশার। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ফেদেরারের বিপক্ষে ম্যাচ চলাকালে ইনজুরি নিয়ে কোর্ট ছাড়েন চুং হিউন। গ্র্যান্ড স্লাম টেনিসে প্রথম কোরিয়ান খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে খেলার রেকর্ড চুংয়েরই।
ভেনাসের ‘কাসাতকিনা’ পরীক্ষা
মহিলা এককের কোয়ার্টার ফাইনালে স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর বিপক্ষে সরাসরি ৬-৩ ও ৬-২ গেমে জয় কুড়ান বয়স ৩৮ ছুঁইছুঁই ভেনাস উইলিয়ামস। এতে ৭ বারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস সময় নেন মাত্রই ৭১ মিনিট। নাভারোর বিপক্ষে ভেনাসের এটি টানা চতুর্থ জয়। সেমিফাইনালে এ মার্কিন তারকার প্রতিপক্ষ এবারের চমক দারিয়া কাসাতকিনা। কোয়ার্টার ফাইনালে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় দুইবারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে ৬-০ ও ৬-২ গেমে উড়িয়ে দেন ২০ বছর বয়সী এ রুশ তারকা। এতে কাসাতকিনা সময় নেন মাত্রই ৫৮ মিনিট। আসরে আগের দুই রাউন্ডে বিশ্বের দ্বিতীয় শীর্ষ খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি ও ২০১৭’র ইউএস ওপেন শিরোপাজয়ী মার্কিন তারকা স্লোয়ান স্টেফানসের বিপক্ষে জয় পান কাসাতকিনা। চলতি আসরের তৃতীয় রাউন্ডে ছোট বোন সেরেনা উইলিয়ামসের বিপক্ষে জয় দেখেন ভেনাস। একক টেনিসে ওটা ছিল সেরেনা উইলিয়ামসের বিপক্ষে ভেনাসের চার বছরে প্রথম জয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status